সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৩৮

যিহোবার ওপর তোমার ভার অর্পণ করো

যিহোবার ওপর তোমার ভার অর্পণ করো

(গীতসংহিতা র ৫৫ গীত)

১. হে যি-হো-বা আ-মার প্র-ভু,

দাও কান আ-মার প্রার্‌-থ-নায়।

দাও বি-ন-তির উত্‌-তর আ-মায়;

হ-তে নির্‌-ভীক হও স-হায়।

(কোরাস)

দাও ফে-লে ভার যাঃ-য়ের ও-পর;

যাঃ ধ-রে রাখ-বেন তো-মায়।

যা-বে না প-ড়ে ক-খ-নো,

থাক-তে স্থির হ-বেন স-হায়।

২. ক-পো-তের ন্যায় থাক-লে ডা-না,

যে-তাম উ-ড়ে আ-শ্র-য়ে,

যে-থায় থাক-বে না দুষ্‌-ট-রা,

দে-বে না ব্য-থা মো-রে।

(কোরাস)

দাও ফে-লে ভার যাঃ-য়ের ও-পর;

যাঃ ধ-রে রাখ-বেন তো-মায়।

যা-বে না প-ড়ে ক-খ-নো,

থাক-তে স্থির হ-বেন স-হায়।

৩. ডাক-ব আ-মি যি-হো-বা-কে,

খুঁজ-ব যে তাঁর সু-র-ক্ষা।

সং-ক-টে-ও দেন প্র-শান্‌-তি;

ন-ম্র-দের দেন বল স-দা।

(কোরাস)

দাও ফে-লে ভার যাঃ-য়ের ও-পর;

যাঃ ধ-রে রাখ-বেন তো-মায়।

যা-বে না প-ড়ে ক-খ-নো,

থাক-তে স্থির হ-বেন স-হায়।

(আরও দেখুন, গীত. ২২:৫; ৩১:১-২৪.)