সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১২

অনন্তজীবনের প্রতিজ্ঞা

অনন্তজীবনের প্রতিজ্ঞা

(গীতসংহিতা ৩৭:২৯)

১. জী-বন হ-বে যে অ-নন্‌-ত।

থাক-বে পৃ-থি-বী নি-ত্য।

‘ন-ম্র-রা হ-বে উন্‌-ন-ত।’

এই পণ হ-বেই স-ত্য।

(কোরাস)

হই য-দি অ-ক্লান্‌-ত।

রই-ব যে নি-য়-ত।

এই প্র-তি-জ্ঞা যাঃ-য়ের।

জয় হ-বেই বা-ক্যের।

২. প-রম-দেশ হ-বে সজ্‌-জি-ত;

তাঁর সব দাস হ-বে স্বা-ধীন।

শান্‌-তি হ-বে যে অর্‌-জি-ত,

হ-লে যাঃ-য়ের অ-ধীন।

(কোরাস)

হই য-দি অ-ক্লান্‌-ত।

রই-ব যে নি-য়-ত।

এই প্র-তি-জ্ঞা যাঃ-য়ের।

জয় হ-বেই বা-ক্যের।

৩. শী-ঘ্র দুঃ-খ রই-বে না আর,

মৃ-তে-রা উঠ-বে য-খন।

রই-বে না চো-খের জল যে আর,

কর-বেন যাঃ প্রেম বর্‌-ষণ।

(কোরাস)

হই য-দি অ-ক্লান্‌-ত।

রই-ব যে নি-য়-ত।

এই প্র-তি-জ্ঞা যাঃ-য়ের।

জয় হ-বেই বা-ক্যের।