সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সাহস জোগাও আমায়

সাহস জোগাও আমায়

(২ রাজাবলি ৬:১৬)

  1. ১. দ্বি-ধা, ভয় ঘি-রে-ছে—

    সম্‌-মুখ দে-খি আঁ-ধার।

    অ-নিশ্‌-চিত প-থে দাও আ-লো;

    আ-ছ কা-ছে আ-মার।

    জী-বন নয় তো স-হজ,

    ত-বে আ-ছে আস্‌-থা:

    তু-মিই অ-নু-গ-ত ঈ-শ্বর

    তাই পা-ব সু-র-ক্ষা।

    (কোরাস)

    যি-হো-বা, আ-মায় দেখ-তে দাও

    বি-শ্বা-সের চোখ দি-য়ে,

    আ-মা-দের প-ক্ষে সঙ্‌-গী অ-ধিক

    বি-রো-ধী-দের চে-য়ে।

    সা-হস জো-গাও আ-মায়;

    স্থির থাক-ব সব-স-ময়।

    যি-হো-বা, দাও সেই সা-হস;

    তো-মার-ই হ-বে জয়।

  2. ২. ভ-য়ে আ-মি ভী-ত।

    মা-নুষ মা-ত্রই দুর্বল।

    তু-মি স-দা আ-মার শৈ-ল,

    কো-রো আ-মায় স-বল।

    থা-কি যে-ন নির্‌-ভীক,

    জো-গাও আ-মায় শক্‌-তি।

    না কো-নো কা-রা, না ক-বর,

    কর-বে চি-র ক্ষ-তি।

    (কোরাস)

    যি-হো-বা, আ-মায় দেখ-তে দাও

    বি-শ্বা-সের চোখ দি-য়ে,

    আ-মা-দের প-ক্ষে সঙ্‌-গী অ-ধিক

    বি-রো-ধী-দের চে-য়ে।

    সা-হস জো-গাও আ-মায়;

    স্থির থাক-ব সব-স-ময়।

    যি-হো-বা, দাও সেই সা-হস;

    তো-মার-ই হ-বে জয়।

    (কোরাস)

    যি-হো-বা, আ-মায় দেখ-তে দাও

    বি-শ্বা-সের চোখ দি-য়ে,

    আ-মা-দের প-ক্ষে সঙ্‌-গী অ-ধিক

    বি-রো-ধী-দের চে-য়ে।

    সা-হস জো-গাও আ-মায়;

    স্থির থাক-ব সব-স-ময়।

    যি-হো-বা, দাও সেই সা-হস;

    তো-মার-ই হ-বে জয়।

    যি-হো-বা, দাও সেই সা-হস;

    তো-মার-ই হ-বে জয়।