সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৯১

পরিশ্রম করে আমরা প্রেম দেখাই

পরিশ্রম করে আমরা প্রেম দেখাই

(গীতসংহিতা ১২৭:১)

  1. ১. যি-হো-বা আজ এই সেই দিন

    আ-শিস পে-লাম যে অ-ন্ত-হীন।

    তাই আম-রা ভুল-ব না, ও পি-তা

    তো-মার দে-ওয়া ঋণ।

    শেষ হ-ল নি-র্মা-ণের কাজ,

    ভাই-বোন-রা স-বাই খু-শি আজ।

    ন-কল ক-রি তো-মায়, আর দে-খাই

    তু-মি যে দ-রাজ।

    (কোরাস)

    যি-হো-বা দি-য়ে-ছ এই সু-যোগ,

    তো-মার-ই চাই প্র-শং-সা হোক।

    আর তো-মার সে-বা-তে রো জ ব্য-স্ত থা-কে যে-ন,

    তো-মার স-ম-স্ত বা-ধ্য লোক।

  2. ২. ওই দে-খো সব হা-সি মুখ

    ব-ন্ধু-দের পে-য়ে কি যে সুখ!

    থাক আঁ-কা ম-নের এই, গ-ভী-রে

    এই স্মৃ-তি অ-টুট।

    প-বি-ত্র শ-ক্তি তো-মার

    দি-য়ে-ছে জু-ড়ে মন স-বার

    তাই গৌ-রব দিই তো-মায়, এ-ক-তায়

    পে-লাম পু-র-স্কার।

    (কোরাস)

    যি-হো-বা দি-য়ে-ছ এই সু-যোগ,

    তো-মার-ই চাই প্র-শং-সা হোক।

    আর তো-মার সে-বা-তে রো জ ব্য-স্ত থা-কে যে-ন,

    তো-মার স-ম-স্ত বা-ধ্য লোক।