সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৬৮

রাজ্যের বীজ বোনা

রাজ্যের বীজ বোনা

(মথি ১৩:৪-৮)

  1. ১. নাও ঈ-শ্ব-রের সব কা-জে অং-শ

    আর হও সব-স-ময় তাঁর বা-ধ্য।

    কর-বেন তি-নি তো-মায় সা-হা-য্য,

    য-দি ক-র য-থা-সা-ধ্য।

    আ-ছে ক-ত লোক যে চা-রি-দি-কে

    যা-দের হৃ-দয় উ-ত্তম ভূ-মি।

    বাড়-বে রা-জ্যের বীজ তা-দের স-বার ম-নে

    য-দি সেই বীজ আজ বো-নো তু-মি।

  2. ২. চাও য-দি তু-মি হ-তে স-ফল

    আর-ও বে-শি কাজ ক-রে যাও।

    সৎ লোক-দের জা-না-তে তাই স-ত্য

    আর-ও বে-শি সা-হা-য্য দাও।

    এ-লে জী-ব-নে খুব ক-ঠিন স-ময়

    কী কর-বে তা-রা তা শে-খাও।

    শি-খে তা-রা স্থির থাক-বে স-ত্যে য-খন

    ত-খন সে-টা দে-খে খু-শি হও।

(আরও দেখুন মথি ১৩:১৯-২৩; ২২:৩৭.)