সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৫৪

এটাই সেই পথ

এটাই সেই পথ

(যিশা. ৩০:২০, ২১)

  1. ১. শান্‌-তির এক পথ যে,

    আ-ছে তু-মি জে-নে-ছ।

    প্রা-চীন এই প-থে

    তু-মি চল-তে শি-খে-ছ।

    এই প-থেই যি-শুর

    প-দ-চি-হ্ন দে-খে-ছ।

    ঈ-শ্ব-রের বা-ক্যের ম-ধ্যে

    এই পথ পে-য়ে-ছ।

    (কোরাস)

    এ-টাই সেই পথ, জী-ব-নের সেই রাস্‌-তা।

    চল-লে এ-তে কাট-বে সব হ-তা-শা।

    এই প-থে থাক-তে যাঃ দেন আ-জ্ঞা।

    থাক-ব এই প-থে, ক-রি প্র-তি-জ্ঞা।

  2. ২. প্রে-মের এক পথ

    আর কো-থাও পা-ওয়া যা-বে না।

    সেই পথ ছা-ড়া

    ঈ-শ্বর-কে খুঁ-জে পা-বে না।

    তাঁর প্রেম জী-ব-নে

    সূর্‌-যের ম-তো দেয় আ-লো।

    সেই প্রেম-ই দে-খো

    আ-মা-দের-কে বাঁ-চা-লো।

    (কোরাস)

    এ-টাই সেই পথ, জী-ব-নের সেই রাস্‌-তা।

    চল-লে এ-তে কাট-বে সব হ-তা-শা।

    এই প-থে থাক-তে যাঃ দেন আ-জ্ঞা।

    থাক-ব এই প-থে, ক-রি প্র-তি-জ্ঞা।

  3. ৩. জী-ব-নের প-থে

    চ-লা ক-ঠিন ভে-বো না।

    শু-ধু তো-মার চোখ

    অ-ন্য কো-থাও রে-খো না।

    এই পথ-ই যে

    অ-নন্‌-ত-জী-বন দেয় তো-মায়।

    এই পথ পে-য়ে

    ঈ-শ্বর-কে ধ-ন্য-বাদ জা-নাই।

    (কোরাস)

    এ-টাই সেই পথ, জী-ব-নের সেই রাস্‌-তা।

    চল-লে এ-তে কাট-বে সব হ-তা-শা।

    এই প-থে থাক-তে যাঃ দেন আ-জ্ঞা।

    থাক-ব এই প-থে, ক-রি প্র-তি-জ্ঞা।