সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১২২

দৃঢ় থাকো, সুস্থির থাকো

দৃঢ় থাকো, সুস্থির থাকো

(১ করিন্থীয় ১৫:৫৮)

  1. ১. জ-গ-তের জা-তি সব দি-শে-হা-রা।

    জা-নে না সাম-নে কী আ-ছে তা-রা।

    হ-য়ে সু-স্থির কর-তে স-ত্য সে-বা,

    ক-খ-নো হাল ছাড়-ব না।

    (কোরাস)

    জ-গত-কে দূ-রে রে-খে,

    বি-শ্বা-সে দৃ-ঢ় থে-কে,

    দে-খি দু-ষ্ট-তার শেষ

    আর নেই যে কো-নো ক্লেশ।

  2. ২. প্র-লো-ভন শয়-তান অ-জ-স্র পা-তে।

    রে-হাই তার ক-বল থে-কে পাই যা-তে,

    মন্‌-দ-তা এ-ড়ি-য়ে দি-নে রা-তে

    চল-ব যি-হো-বার সা-থে।

    (কোরাস)

    জ-গত-কে দূ-রে রে-খে,

    বি-শ্বা-সে দৃ-ঢ় থে-কে,

    দে-খি দু-ষ্ট-তার শেষ

    আর নেই যে কো-নো ক্লেশ।

  3. ৩. সব-টা যি-হো-বা-কে দাও যা তো-মার,

    থা-কো প্রস্তু-ত বল-তে সু-স-মা-চার।

    পৃ-থি-বী প-রম-দেশ হ-বে আ-বার।

    বে-শি দিন নেই হা-তে আর!

    (কোরাস)

    জ-গত-কে দূ-রে রে-খে,

    বি-শ্বা-সে দৃ-ঢ় থে-কে,

    দে-খি দু-ষ্ট-তার শেষ

    আর নেই যে কো-নো ক্লেশ।