সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১১৮

আমাদের বিশ্বাস আরও দৃঢ় করো

আমাদের বিশ্বাস আরও দৃঢ় করো

(লূক ১৭:৫)

  1. ১. যি-হো-বা, আম-রা যে অ-সি-দ্ধ মা-নুষ,

    তাই, পা-পের সং-গে কর-তে হয় ল-ড়াই।

    বি-শ্বা-সে দুর্‌-বল হ-ওয়া হ-ল এক ফাঁদ।

    তো-মার সা-হা-য্য, পি-তা আম-রা চাই।

    (কোরাস)

    আ-মা-দের বি-শ্বাস আর-ও দৃ-ঢ় ক-রো।

    ক-রি বি-ন-তি, পি-তা, হে তো-মায়।

    ক্ষ-মার ঈ-শ্বর, তাই দৃ-ঢ় ক-রো বি-শ্বাস,

    যে-ন তা কা-জে ও ক-থায় দে-খাই।

  2. ২. বি-শ্বাস থাক-লে কর-ব তো-মা-কে খু-শি।

    বি-শ্বা-সের প-থে পা-ব পু-রস্‌-কার।

    বি-শ্বা-সের ঢাল স-বাই-কে কর-বে র-ক্ষা।

    তাই, তো-মার হাত ধ-রে ভয় পাই না আর।

    (কোরাস)

    আ-মা-দের বি-শ্বাস আর-ও দৃ-ঢ় ক-রো।

    ক-রি বি-ন-তি, পি-তা, হে তো-মায়।

    ক্ষ-মার ঈ-শ্বর, তাই দৃ-ঢ় ক-রো বি-শ্বাস,

    যে-ন তা কা-জে ও ক-থায় দে-খাই।

(আরও দেখুন আদি. ৮:২১; ইব্রীয় ১১:৬; ১২:১.)