গান ১৬০
“সুসংবাদ”!
(লূক ২:১০)
১) সর্-গে যাঃ-য়ের গৌ-রব হোক—
পৃ-থি-বী-তে সুখ।
খ্রিস্-ট এ-লেন আজ, স-বাই জা-নুক।
কী এক সান্-ত্ব-না!
জন্-মে-ছেন ত্রাণ-কর্-তা!
(কোরাস)
এই সেই সু-সং-বাদ
স-বাই-কে দি-ল
আ-শার এক আ-লো!
জা-নাও সু-সং-বাদ,
ক-রো যে প্রাণ-পণ।
এ-লেন ম-শী-হ—
সেই পথ, স-ত্য, জী-বন!
২) যি-শু হ-বেন শান্-তি-রাজ,
আন-বেন এ-ক-তা—
তাঁর-ই রা-জ্যে দেখ-ব ন্যা-য্য-তা।
পা-ব প-রম-দেশ,
হ-বে না জী-বন শেষ!
(কোরাস)
এই সেই সু-সং-বাদ
স-বাই-কে দি-ল
আ-শার এক আ-লো!
জা-নাও সু-সং-বাদ,
ক-রো যে প্রাণ-পণ।
এ-লেন ম-শী-হ—
সেই পথ, স-ত্য, জী-বন!
(কোরাস)
এই সেই সু-সং-বাদ
স-বাই-কে দি-ল
আ-শার এক আ-লো!
জা-নাও সু-সং-বাদ,
ক-রো যে প্রাণ-পণ।
এ-লেন ম-শী-হ—
সেই পথ, স-ত্য, জী-বন!
(আরও দেখুন—মথি ২৪:১৪; যোহন ৮:১২; ১৪:৬; যিশা ৩২:১; ৬১:২.)