সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

পুনরুত্থান না হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন

পুনরুত্থান না হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন

যখন কোনো প্রিয়জন মারা যায়, তখন পুনরুত্থানের আশা আমাদের সান্ত্বনা দেয়। তা সত্ত্বেও, পাপ ও মৃত্যুর কারণে আমরা কষ্ট ভোগ করি। বাইবেলে পাপ ও মৃত্যুকে ‘সর্ব্বজাতীয় লোকদের সম্মুখে আবরক বস্ত্রের’ সঙ্গে তুলনা করা হয়েছে, যা ‘সর্ব্বদেশীয় লোকদের ঘোমটায় আচ্ছাদিত’ করে রেখেছে। (যিশা ২৫:৭, ৮) এটা হচ্ছে একটা কারণ, যেজন্য ‘সমস্ত সৃষ্টি একসঙ্গে আর্তনাদ করছে এবং একসঙ্গে যন্ত্রণা ভোগ করছে।’ (রোমীয় ৮:২২) পুনরুত্থান না হওয়া পর্যন্ত কীভাবে আমরা প্রিয়জনদের হারানোর কষ্টের সঙ্গে মোকাবিলা করতে পারি? ঈশ্বরের বাক্যে বিভিন্ন নীতি রয়েছে, যেগুলো আমাদের সাহায্য করতে পারে।

যখন কোনো প্রিয়জন মারা যায় শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ড্যানিয়েল এবং মেসাহিরো ও ইয়োশিমি কোন কষ্টের মধ্য দিয়ে গিয়েছিল?

  • কোন পাঁচটা বিষয় তাদের সাহায্য করেছে?

  • কে আমাদের সর্বোত্তম সান্ত্বনা দেন?—২করি ১:৩, ৪