সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আপনার পরিচর্যায় চিরকাল জীবন উপভোগ করুন! প্রকাশনা ব্যবহার করুন

আপনার পরিচর্যায় চিরকাল জীবন উপভোগ করুন! প্রকাশনা ব্যবহার করুন

বাইবেল অধ্যয়ন করানোর জন্য একটা নতুন ব্রোশার ও বই পেয়ে আমরা কতই-না খুশি হয়েছি! আমরা প্রার্থনা করি যেন আরও অনেক শিষ্য তৈরি করার বিষয়ে আমাদের প্রচেষ্টার উপর যিহোবা আশীর্বাদ করেন। (মথি ২৮:১৮-২০; ১করি ৩:৬-৯) কীভাবে আমরা এই নতুন হাতিয়ারগুলো ব্যবহার করতে পারি?

যেহেতু চিরকাল জীবন উপভোগ করুন!, প্রকাশনাটা এক নতুন উপায়ে শিক্ষা দেওয়ার বিষয়টা তুলে ধরে, তাই বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এবং অধ্যয়ন পরিচালনা করার সময় নীচে দেওয়া এই সাধারণ নির্দেশনাগুলো অনুসরণ করুন। *

  • বিষয়বস্তু পড়ুন এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন

  • “পড়ুন“ শাস্ত্রপদগুলো পড়ুন এবং সেগুলো কীভাবে কাজে লাগানো যায়, তা বোঝার জন্য ছাত্রকে সাহায্য করুন

  • ভিডিওগুলো দেখান এবং এরপর ভিডিওর সঙ্গে দেওয়া যেকোনো প্রশ্ন নিয়ে আলোচনা করুন

  • প্রতিটা অধ্যয়ন পর্বে একটা পাঠ শেষ করার চেষ্টা করুন

পরিচর্যায় একজন ব্যক্তির আগ্রহ বোঝার জন্য প্রথমে ব্রোশারটা অর্পণ করুন। (“ যেভাবে প্রথম সাক্ষাতেই চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার অর্পণ করা যায়” শিরোনামের বাক্সটা দেখুন।) আপনি যদি ছাত্রের সঙ্গে ব্রোশারটা অধ্যয়ন করা শেষ করেন এবং ছাত্র অধ্যয়ন চালিয়ে যেতে চান, তা হলে বইটা অর্পণ করুন এবং পাঠ ০৪ থেকে আলোচনা শুরু করুন। আপনি যদি কারো সঙ্গে আমাদের কোনো একটা অধ্যয়ন প্রকাশনা দিয়ে অধ্যয়ন করতে থাকেন, তা হলে সেটার পরিবর্তে চিরকাল জীবন উপভোগ করুন! বই দিয়ে অধ্যয়ন শুরু করুন। কোন পাঠ থেকে অধ্যয়ন শুরু করবেন, তা নিজে নির্ধারণ করুন।

বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • নতুন বইটা থেকে ছাত্র-ছাত্রীরা কী শিখবে?

  • নতুন ছাত্র-ছাত্রীদের কেন এই ভিডিও দেখানো উচিত?

  • আপনি ছাত্রকে ধাপে ধাপে কোন লক্ষ্যগুলো স্থাপন করার এবং সেগুলোতে পৌঁছানোর জন্য উৎসাহিত করতে পারেন?—“ প্রতিটা বিভাগের জন্য আলোচিত বিষয় ও লক্ষ্য” শিরোনামের তালিকা দেখুন।

^ অনু. 4 নোট: অধ্যয়নের সময় “আরও জানুন” অংশটা আলোচনা করা যেতে পারে কিংবা বাদ দেওয়া যেতে পারে। তবে, প্রস্তুতি নেওয়ার সময় আপনি প্রতিটা বিষয় পড়ার অথবা দেখার জন্য সময় করে নিন। তা হলে আপনি বুঝতে পারবেন, কোন বিষয়টা আপনার ছাত্রের হৃদয় স্পর্শ করবে এবং তার জন্য সাহায্যকারী হবে। ইলেকট্রনিক সংস্করণে ভিডিও এবং অতিরিক্ত বিষয়বস্তুর লিংক রয়েছে।

 প্রতিটা বিভাগের জন্য আলোচিত বিষয় ও লক্ষ্য

 

পাঠ

আলোচিত বিষয়

ছাত্রের জন্য লক্ষ্য

০১-১২

বাইবেল কীভাবে আপনাকে সাহায্য করতে পারে এবং আপনি কীভাবে এটির গ্রন্থকার সম্বন্ধে জানতে পারেন, তা নিয়ে বিবেচনা করুন

ছাত্রকে বাইবেল পড়ার, অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার এবং সভাগুলোতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করুন

১৩-৩৩

ঈশ্বর আমাদের জন্য কী করেছেন এবং কোন ধরনের উপাসনা তাঁকে খুশি করে, তা লক্ষ করুন

ছাত্রকে অন্যদের সত্য সম্বন্ধে জানানোর এবং একজন প্রকাশক হওয়ার জন্য উৎসাহিত করুন

৩৪-৪৭

ঈশ্বর তাঁর উপাসকদের কাছ থেকে কী চান, তা বিবেচনা করুন

ছাত্রকে যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার জন্য উৎসাহিত করুন

৪৮-৬০

কীভাবে ঈশ্বরের প্রেম থেকে উপকার লাভ করা যায়, তা দেখুন

ছাত্রকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করার এবং ঈশ্বরের আরও নিকটবর্তী হওয়ার জন্য শিক্ষা দিন