সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আপনার “মাংসে একটা কণ্টক” থাকা সত্ত্বেও আপনি সফল হতে পারেন!

আপনার “মাংসে একটা কণ্টক” থাকা সত্ত্বেও আপনি সফল হতে পারেন!

শেষকালের এই বিষম সময়ে কণ্টকতুল্য সমস্যাগুলো ঈশ্বরের দাসদের কষ্ট দেয়। (২তীম ৩:১) কীভাবে আমরা যিহোবার উপর নির্ভর করতে পারি ও এই সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারি? টালিটা অ্যালনাশি ও তার বাবা-মা কী করেছে, তা জানার জন্য “অন্ধদের চক্ষু খোলা যাইবে” শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • টালিটার “মাংসে একটা কণ্টক” কী?

  • বাইবেলের কোন প্রতিজ্ঞাগুলো টালিটা ও তার বাবা-মাকে এক ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করেছে?

  • কীভাবে টালিটার বাবা-মা টালিটার অপারেশনের পর পরই যিহোবার উপর তাদের নির্ভরতা প্রকাশ করেছেন?

  • কীভাবে টালিটার বাবা-মা টালিটার হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা গেঁথে দেওয়ার জন্য সংগঠনের জোগানো বিষয়গুলোর সদ্‌ব্যবহার করেছেন?

  • কীভাবে টালিটা দেখিয়েছে যে, তার “মাংসে একটা কণ্টক” থাকা সত্ত্বেও সে যিহোবার নিকটবর্তী হচ্ছে?

  • টালিটার উদাহরণ আপনাকে কীভাবে উৎসাহিত করেছে?