খ্রিস্টীয় জীবনযাপন
আপনার “মাংসে একটা কণ্টক” থাকা সত্ত্বেও আপনি সফল হতে পারেন!
শেষকালের এই বিষম সময়ে কণ্টকতুল্য সমস্যাগুলো ঈশ্বরের দাসদের কষ্ট দেয়। (২তীম ৩:১) কীভাবে আমরা যিহোবার উপর নির্ভর করতে পারি ও এই সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারি? টালিটা অ্যালনাশি ও তার বাবা-মা কী করেছে, তা জানার জন্য “অন্ধদের চক্ষু খোলা যাইবে” শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
টালিটার “মাংসে একটা কণ্টক” কী?
-
বাইবেলের কোন প্রতিজ্ঞাগুলো টালিটা ও তার বাবা-মাকে এক ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করেছে?
-
কীভাবে টালিটার বাবা-মা টালিটার অপারেশনের পর পরই যিহোবার উপর তাদের নির্ভরতা প্রকাশ করেছেন?
-
কীভাবে টালিটার বাবা-মা টালিটার হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা গেঁথে দেওয়ার জন্য সংগঠনের জোগানো বিষয়গুলোর সদ্ব্যবহার করেছেন?
-
কীভাবে টালিটা দেখিয়েছে যে, তার “মাংসে একটা কণ্টক” থাকা সত্ত্বেও সে যিহোবার নিকটবর্তী হচ্ছে?
-
টালিটার উদাহরণ আপনাকে কীভাবে উৎসাহিত করেছে?