খ্রিস্টীয় জীবনযাপন
খ্রিস্টকে অনুসরণ করার জন্য আপনাদের সন্তানকে প্রস্তুত করুন
খ্রিস্টান বাবা-মায়েরা যখন তাদের সন্তানদের ‘আপনাকে অস্বীকার করিতে, আপন ক্রুশ [“যাতনাদণ্ড,” NW] তুলিয়া লইতে এবং’ যিশুর ‘পশ্চাদ্গামী হইতে’ বা যিশুকে অনুসরণ করতে দেখেন, তখন তাদের কাছে এর চেয়ে আনন্দের আর কিছুই নেই। (মার্ক ৮:৩৪; ৩যোহন ৪) কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের যিশুকে অনুসরণ করার জন্য, যিহোবার উদ্দেশে নিজেদের জীবন উৎসর্গ করার জন্য ও বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত করতে পারেন? কোন বিষয়গুলো ইঙ্গিত দিতে পারে যে, সন্তানরা বাপ্তিস্মের মতো গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছে?
‘তোমরা গিয়া শিষ্য কর, তাহাদিগকে বাপ্তাইজ কর’ পুস্তিকার ৪-৫ পৃষ্ঠায় দেওয়া “খ্রিস্টান বাবা-মায়েদের প্রতি বার্তা” পড়ুন আর এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন: