সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ১৫-২১

যিরমিয় ৩৯-৪৩

মে ১৫-২১
  • গান ৪৯ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিহোবা প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দেবেন”: (১০ মিনিট)

    • যির ৩৯:৪-৭—সিদিকিয় যিহোবার অবাধ্য হওয়ার পরিণতি ভোগ করেছিলেন (অন্তর্দৃষ্টি-২ ১২২৮ অনু. ৪, ইংরেজি)

    • যির ৩৯:১৫-১৮—যিহোবা এবদ-মেলকের প্রতি উপলব্ধি প্রকাশ করেছিলেন, কারণ তিনি তাঁর প্রতি নির্ভরতা দেখিয়েছিলেন (প্রহরীদুর্গ ১২ ৫/১ ৩১ অনু. ৫, ইংরেজি)

    • যির ৪০:১-৬—যিহোবা তাঁর বিশ্বস্ত দাস যিরমিয়ের যত্ন নিয়েছিলেন (অন্তর্দৃষ্টি-২ ৪৮২)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যির ৪২:১-৩; ৪৩:২, ৪—যোহাননের ভুল থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ০৩ ৫/১ ১০ অনু. ১০)

    • যির ৪৩:৬, ৭—সত্তর বছরের জনশূন্য অবস্থা কখন শুরু হয়েছিল তা বোঝার জন্য এই পদগুলোতে বর্ণিত ঘটনা আমাদের কীভাবে সাহায্য করে? (অন্তর্দৃষ্টি-১ ৪৬৩ অনু. ৪, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ৪০:১১–৪১:৩

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৪৬:১০—সত্য সম্বন্ধে শিক্ষা দিন। পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রকা ১২:৭-৯, ১২—সত্য সম্বন্ধে শিক্ষা দিন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ১৫ অনু. ১৯-২০—ছাত্রকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।

খ্রিস্টীয় জীবনযাপন