খ্রিস্টীয় জীবনযাপন
আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?—যেভাবে এটা ব্যবহার করা যায়
আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে? ব্রোশারটা বাইবেল ছাত্রদের সঙ্গে প্রতি বার অধ্যয়নের শুরুতে অথবা শেষে আলোচনা করার জন্য প্রস্তুত করা হয়েছে। * পাঠ ১ থেকে ৪ বাইবেল ছাত্রদের আমাদের পরিচয় সম্বন্ধে জানতে সাহায্য করে, পাঠ ৫ থেকে ১৪ আমাদের কাজকর্ম সম্বন্ধে তাদের জানতে সাহায্য করে এবং পাঠ ১৫ থেকে ২৮ আমাদের সংগঠন কীভাবে কাজ করে, তা তাদের বুঝতে সাহায্য করে। সাধারণত পাঠগুলো ধারাবাহিকভাবে আলোচনা করাই সবচেয়ে ভালো, যদি না একজন ব্যক্তি নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি আগ্রহ দেখিয়ে থাকেন। প্রতিটা পাঠের দৈর্ঘ্য এক পৃষ্ঠা আর বেশিরভাগ ছাত্রের সঙ্গে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেটা আলোচনা করা যেতে পারে।
-
পাঠের শিরোনামে যে-প্রশ্ন রয়েছে, সেটার প্রতি মনোযোগ আকর্ষণ করুন
-
একসঙ্গে পাঠের বিষয়বস্তু পুরোটা পড়ুন অথবা ভাগ ভাগ করে পড়ুন
-
যা পড়েছেন, তা আলোচনা করুন। পৃষ্ঠার নীচে দেওয়া প্রশ্নগুলো এবং পাশের ছবিগুলোর সদ্ব্যবহার করুন। উল্লেখিত শাস্ত্রপদগুলোর মধ্যে যেগুলো ছাত্রের জন্য উপযুক্ত বলে মনে হয়, সেগুলো পড়ুন ও আলোচনা করুন। মোটা অক্ষরের উপশিরোনামগুলো কীভাবে শিরোনামে তুলে ধরা প্রশ্নের উত্তর দেয়, সেই বিষয়ের উপর জোর দিন
-
যদি “আরও জানুন” নামক বাক্স থাকে, তা হলে সেটা একসঙ্গে পড়ুন এবং আপনার ছাত্রকে সেখানে দেওয়া পরামর্শ কাজে লাগাতে উৎসাহিত করুন
^ অনু. 3 অনলাইনে এই ব্রোশারের সবচেয়ে নতুন সংস্করণ রয়েছে।