এপ্রিল ১৫-২১
গীতসংহিতা ২৯–৩১
গান ১০৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. ঈশ্বর আমাদের ভালোবাসেন, তাই তিনি আমাদের শাসন করেন
(১০ মিনিট)
দায়ূদ যখন যিহোবার অবাধ্য হয়েছিলেন, তখন যিহোবা তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন (গীত ৩০:৭; অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ৮০২ অনু. ৩)
দায়ূদ অনুতপ্ত হয়েছিলেন এবং যিহোবার কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন (গীত ৩০:৮)
যিহোবা দায়ূদের উপর রেগে থাকেননি (গীত ৩০:৫; প্রহরীদুর্গ ০৭ ৩/১ ১৯ অনু. ১)
৩০ গীতে বলা ঘটনা সেই ঘটনার পরে ঘটেছিল, যখন দায়ূদ ইজরায়েলীয়দের গণনা করে ভুল করেছিলেন।—২শমূ ২৪:২৫.
চিন্তা করুন: যখন একজন ব্যক্তি গুরুতর পাপ করেন এবং তাকে সমাজচ্যুত করা হয়, তখন তিনি কোন উপকার লাভ করেন এবং তিনি কীভাবে দেখাতে পারেন যে, তিনি প্রকৃতই অনুতপ্ত হয়েছেন?—প্রহরীদুর্গ ২১.১০ ৬ অনু. ১৮.
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
গীত ৩১:২৩—‘যিহোবা গর্ব্বচারীকে অনেক প্রতিফল দেন,’ এর মানে কী? (প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ১৯ অনু. ১৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ৩১:১-২৪ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(১ মিনিট) জনসাধারণে সাক্ষ্য। এমন একজন ব্যক্তিকে সংক্ষেপে সাক্ষ্য দিন, যিনি ব্যস্ত। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৩)
৫. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। একজন মাকে বাচ্চাদের একটা ভিডিও দেখান এবং বলুন, তিনি এই ধরনের ভিডিও কোথায় পেতে পারেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৩)
৬. পুনর্সাক্ষাৎ করার সময়
(৩ মিনিট) জনসাধারণে সাক্ষ্য। একজন ব্যক্তি অতীতে বাইবেল অধ্যয়ন করতে চাননি। তাকে জিজ্ঞেস করুন, এখন তিনি বাইবেল অধ্যয়ন করতে চান কি না। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৩)
৭. শিষ্য করার সময়
গান ৪৫
৮. যে-কারণে এই বিষয়গুলোর উপর আমাদের বিশ্বাস রয়েছে . . . ঈশ্বরের প্রেম
(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:
এই অভিজ্ঞতা থেকে ঈশ্বরের প্রেম সম্বন্ধে আমরা কী শিখি?
৯. ২০২৪ সালের স্থানীয় নকশা/নির্মাণ কাজের আপডেট
(৮ মিনিট) বক্তৃতা। ভিডিওটা দেখান।
১০. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া বই অধ্যায় ৮ অনু. ১৩-২১