ঈশ্বরের বাক্যের গুপ্তধন | রোমীয় ৯-১১
জিত বৃক্ষের দৃষ্টান্ত
রূপক জিত বৃক্ষের বিভিন্ন অংশ কোন বিষয়কে চিত্রিত করে?
বৃক্ষ: অব্রাহামের সঙ্গে করা চুক্তির বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্যের পরিপূর্ণতা
কাণ্ড: যিশু, অব্রাহামের বংশের মুখ্য অংশ
শাখা: ১,৪৪,০০০ ব্যক্তি, যারা অব্রাহামের বংশের গৌণ অংশ
“ভাঙ্গিয়া ফেলা” শাখা: জন্মগত যিহুদিরা, যারা যিশুকে প্রত্যাখ্যান করেছিল
‘কলমরূপে লাগানো’ শাখা: আত্মায় অভিষিক্ত খ্রিস্টানরা, যারা বিভিন্ন জাতি থেকে এসেছেন
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, অব্রাহামের বংশ—যিশু ও ১,৪৪,০০০ ব্যক্তি—“পরজাতীয়দের” জন্য আশীর্বাদ নিয়ে আসবে।—রোমীয় ১১:১২; আদি ২২:১৮
যিহোবা যেভাবে অব্রাহামের বংশের বিষয়ে তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করেছেন, তা থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?