সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রেরিত ৬-৮

নবগঠিত খ্রিস্টীয় মণ্ডলী পরীক্ষিত হয়

নবগঠিত খ্রিস্টীয় মণ্ডলী পরীক্ষিত হয়

৬:১-৭; ৭:৫৮–৮:১

সদ্যবাপ্তাইজিত গ্রিকভাষী বিধবারা, যারা তাদের পূর্বপরিকল্পিত সময়ের চেয়ে বেশি সময় যিরূশালেমে থেকে গিয়েছিল, তারা মণ্ডলীতে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছিল। এই ধরনের অনুপযুক্ত আচরণের কারণে তারা কি বিঘ্ন পেয়েছিল, না কি তারা বিষয়টা সমাধানের জন্য ধৈর্য ধরে যিহোবার অপেক্ষা করেছিল?

স্তিফানকে পাথর মেরে হত্যা করার পর ও প্রচণ্ড তাড়না শুরু হওয়ার কারণে যখন যিরূশালেমের খ্রিস্টানরা যিহূদিয়া ও শমরিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল, তখন তারা কি তাদের পরিচর্যায় ধীর হয়ে পড়েছিল?

যিহোবার সমর্থনে নবগঠিত খ্রিস্টীয় মণ্ডলী তাড়না সহ্য করেছিল ও বৃদ্ধি পেয়েছিল।—প্রেরিত ৬:৭; ৮:৪.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি বিভিন্ন পরীক্ষার সঙ্গে মোকাবিলা করছি?’