সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

বহু ভাষাভাষী এলাকায় প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করা

বহু ভাষাভাষী এলাকায় প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করা

লোকেরা সাধারণত সেই সময়ে রাজ্যের বার্তার প্রতি আরও আগ্রহের সঙ্গে সাড়া দেয়, যখন তারা নিজেদের ভাষায় তা শোনে। সম্ভবত এই কারণেই ৩৩ খ্রিস্টাব্দের পঞ্চাশত্তমীর দিন, যিহোবা এমন ব্যবস্থা করেছিলেন যেন “যিহূদীরা, আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত . . . লোকেরা,” তাদের “নিজ নিজ জন্মদেশীয় ভাষায়” সুসমাচার শুনতে পায়, এমনকী যদিও তারা হয়তো প্রচলিত কোনো ভাষা যেমন, ইব্রীয় অথবা গ্রিক ভাষায় কথা বলত। (প্রেরিত ২:৫, ৮) বর্তমানে বহু ভাষাভাষী এলাকাগুলোতে, ভিন্ন ভিন্ন ভাষায় সভা পরিচালনা করে এমন মণ্ডলীগুলো হয়তো একই এলাকায় প্রচার করতে পারে। এই ধরনের মণ্ডলীগুলোতে, প্রকাশকরা কীভাবে সকলের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য সহযোগিতা করতে পারে আর একইসময়ে অসংগঠিত উপায়ে বার বার একই জায়গায় গিয়ে গৃহকর্তাকে হয়তো বিরক্ত করা এড়িয়ে চলতে পারে?

  • আলোচনা করুন (হিতো ১৫:২২): পরিচর্যা অধ্যক্ষদের একসঙ্গে মন্ত্রণা বা আলোচনা করা উচিত ও সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য এমন উপায় খুঁজে বের করা উচিত, যা সবার কাছে গ্রহণযোগ্য। অন্যান্য ভাষায় প্রচার করে এমন মণ্ডলীগুলোর এলাকা যদি সীমিত হয়, তা হলে তারা হয়তো এমনটা বলতে পারে, আপনারা তাদের এলাকার ঘরগুলো বাদ দিয়ে প্রচার করতে পারেন। কিন্তু, তাদের এলাকা বিশাল জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে তারা যদি তা পুরোপুরিভাবে শেষ করতে না পারে, তা হলে তারা হয়তো এমনটা বলতে পারে, আপনারা কোনো ঘর বাদ দেবেন না বরং তাদের এলাকায় কেউ আগ্রহ দেখালে তাদের জানাতে পারেন। (সংগঠিত ৯৩ অনু. ৩৭, ইংরেজি) কিংবা তারা হয়তো তাদের মণ্ডলীর ভাষায় কথা বলে এমন লোকেদের খুঁজে বের করার জন্য আপনাদের সাহায্য চাইতে পারে ও সেই লোকেদের ঠিকানা তাদের মণ্ডলীতে পাঠিয়ে দেওয়ার জন্য বলতে পারে। (রাজ্যের পরিচর্যা, ২/১৪ ৫, বাক্স) মনে রাখুন, কোনো কোনো ক্ষেত্রে একই ঘরে হয়তো একাধিক ভাষায় কথা বলা হতে পারে। এলাকা শেষ করার জন্য যে-সমস্ত ব্যবস্থা করা হয়, তা নাগরিকদের তথ্য সুরক্ষা সংক্রান্ত আইন মেনে করা উচিত।

  • সহযোগিতা করুন (ইফি ৪:১৬): পরিচর্যা অধ্যক্ষের কাছ থেকে পাওয়া যেকোনো নির্দেশনা সতর্কভাবে অনুসরণ করুন। আপনার কি এমন কোনো বাইবেল ছাত্র রয়েছে, যিনি আপনার মণ্ডলীর ভাষা থেকে ভিন্ন কোনো ভাষায় কথা বলতে আরও স্বাচ্ছন্দ্যবোধ করেন? সেই ছাত্র হয়তো আরও দ্রুত উন্নতি করবেন, যদি আপনি কাছাকাছি কোনো মণ্ডলী অথবা দলের এমন কাউকে সেই অধ্যয়ন পরিচালনা করতে বলেন, যিনি সেই ব্যক্তির ভাষায় কথা বলেন।

  • প্রস্তুতি নিন (হিতো ১৫:২৮; ১৬:১): আপনার এলাকার কোনো গৃহকর্তা যদি ভিন্ন ভাষায় কথা বলেন, তা হলে তাকে সুসমাচার জানানোর জন্য যথাসাধ্য করুন। আপনার এলাকায় কোন কোন ভাষার লোকের সঙ্গে দেখা হতে পারে তা অনুমান করার এবং আগে থেকে আপনার ইলেকট্রনিক ডিভাইসে বিভিন্ন ভাষার বাইবেল অনুবাদ ও ভিডিও ডাউনলোড করার মাধ্যমে আপনি প্রস্তুতি নিতে পারেন। এ ছাড়া, কয়েকটা ভাষায় কীভাবে সম্ভাষণ করা হয় তা শেখার জন্য আপনি JW ল্যাঙ্গুয়েজ  আ্যপ ব্যবহার করতে পারেন।