সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | নহূম ১–হবক্‌কূক ৩

আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকুন

আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকুন

হবক্‌ ১:৫, ৬

বাবিলীয়দের দ্বারা যিহূদার আসন্ন ধ্বংস হয়তো অসম্ভব বলে মনে হয়েছিল। কারণ যিহূদা মিশরের শক্তিশালী প্রভাবের অধীনে ছিল। কল্‌দীয়রা নিশ্চয়ই মিশরের চেয়ে শক্তিশালী ছিল না, তাই-না? এ ছাড়া, অনেক যিহুদি এমনটা চিন্তাও করেনি যে, যিহোবা যিরূশালেম ও এর মন্দির ধ্বংস হতে দেবেন। তা সত্ত্বেও, সেই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হতে যাচ্ছিল এবং হবক্‌কূককে আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকার মাধ্যমে সেটার অপেক্ষা করতে হয়েছিল।

কেন আমি নিশ্চিত যে, এই বিধিব্যবস্থার শেষ খুব কাছে?

কীভাবে আমি আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকতে পারি?