ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন
প্রার্থনার মাধ্যমে যিহোবার কাছ থেকে সাহায্য নিন
যিহোবাই একজন ব্যক্তির হৃদয়ে সত্যের বীজকে শিকড় গজাতে এবং বৃদ্ধি পেতে সাহায্য করেন। (১করি ৩:৬-৯) তাই, পরিচর্যায় সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই যিহোবার উপর নির্ভর করতে হবে যাতে তিনি আমাদের এবং আমাদের বাইবেল ছাত্রদের সাহায্য করেন।
যিহোবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার ছাত্রদের বিভিন্ন চাপ সহ্য করার এবং বিভিন্ন বাধা কাটিয়ে ওঠার জন্য সাহায্য করেন। (ফিলি ১:৯, ১০) নির্দিষ্টভাবে প্রার্থনা করুন। পবিত্র শক্তি চেয়ে প্রার্থনা করুন যাতে এই শক্তি আপনার চিন্তাভাবনায় ও কাজে পরিচালনা দেয়। (লূক ১১:১৩) কীভাবে প্রার্থনা করতে হয়, সেই বিষয়ে আপনার বাইবেল ছাত্রদের শেখান আর তাদের প্রার্থনা করার জন্য উৎসাহিত করুন। আপনার বাইবেল ছাত্রদের সঙ্গে প্রার্থনা করুন আর সেইসঙ্গে তাদের নাম উল্লেখ করে তাদের জন্য প্রার্থনা করুন।
শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—যিহোবার কাছ থেকে সাহায্য নিন—প্রার্থনা, নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
জেডকে অধ্যয়ন করানোর সময় নীতাকে কোন সমস্যার মুখোমুখি হতে হয়?
-
১ করিন্থীয় ৩:৬ পদ কীভাবে নীতাকে সাহায্য করে?
-
কীভাবে নীতার সমস্যার সমাধান হয়?