খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—টেলিফোনে সাক্ষ্যদান করে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: ফোনের মাধ্যমে আমরা “সুসমাচারের পক্ষে সাক্ষ্য” দিতে পারি। (প্রেরিত ২০:২৪) * ঘরে ঘরে প্রচার করার সময় যাদের সঙ্গে আমাদের দেখা হয় না বা যাদের বাড়িতে আমরা কোনো কারণে যেতে পারি না, তাদের আমরা ফোনের মাধ্যমে সাক্ষ্য দিতে পারি।
যেভাবে এটা করা যায়:
-
প্রস্তুতি নিন। লোকেদের আগ্রহ রয়েছে এমন কোনো বিষয় বাছাই করুন। তারপর, কয়েকটা শব্দে লিখুন, আপনি সেই ব্যক্তিকে কী বলতে চান। হতে পারে সেই ব্যক্তি আপনার ফোন নাও ওঠাতে পারেন আর আপনাকে ভয়েস মেসেজ ছাড়তে বলতে পারেন। তাই, আপনি যদি আগে থেকে লিখে রাখেন যে, আপনি কী করবেন, তা হলে সেই সময় সহজেই অল্প কথায় আপনার বার্তাটা জানাতে পারবেন। আপনার যা-কিছু প্রয়োজন, তা নিজের হাতের কাছে রাখুন আর আপনার ইলেকট্রনিক ডিভাইসে JW লাইব্রেরি অ্যাপ® অথবা jw.org® খুলে রাখতে পারেন।
-
শান্ত থাকুন। স্বাভাবিকভাবে কথা বলুন। কথা বলার সময় মুখে হাসি রাখুন এবং এমন অঙ্গভঙ্গি করুন যেন সেই ব্যক্তি আপনার সামনে রয়েছেন। অযথা আটকে আটকে কথা বলবেন না। ফোনে সাক্ষ্য দেওয়ার সময় অন্য প্রকাশককে আপনার সঙ্গে রাখুন। গৃহকর্তা যদি আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন, তা হলে প্রশ্নটা আরেক বার জোরে বলুন, যাতে আপনার পাশে থাকা প্রকাশক সেটার উত্তর খুঁজে বের করতে আপনাকে সাহায্য করতে পারেন।
-
পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন। সেই ব্যক্তি যদি আগ্রহ দেখান, তা হলে শেষে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, যেটার উত্তর আপনি পরের বার দেবেন। আপনি হয়তো ই-মেল করে, ডাকযোগের মাধ্যমে বা নিজে গিয়ে তাকে কোনো সাহিত্য দিতে পারেন অথবা আপনি ই-মেল বা মেসেজের মাধ্যমে আমাদের কোনো ভিডিও কিংবা প্রবন্ধ পাঠাতে পারেন। সম্ভব হলে তাকে আমাদের ওয়েবসাইটের কোনো বিভাগ সম্বন্ধে জানান
^ অনু. 3 আপনার এলাকায় যদি টেলিফোনে সাক্ষ্যদান করা যায়, তা হলে ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করার ব্যাপারে সাম্প্রতিক আইনের বিষয়টা মনে রাখা উচিত।