অগণিত বিস্তর লোক যিহোবার আশীর্বাদ লাভ করে
কেন যিহোবা বিস্তর লোককে আশীর্বাদ করেন?
-
তারা ‘[যিহোবার] সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে’ অর্থাৎ তারা যিহোবার শাসন করার অধিকারকে পুরোপুরিভাবে সমর্থন করছে
-
তারা “শুক্লবস্ত্র” পরে আছে, যা ইঙ্গিত দেয়, তারা খ্রিস্টের বলিদানের উপর বিশ্বাস করার মাধ্যমে যিহোবার দৃষ্টিতে শুচি ও ধার্মিক হিসেবে গণ্য হয়েছে
-
তারা ‘দিবারাত্র আরাধনা করে’ অর্থাৎ তারা নিয়মিতভাবে এবং কঠোর প্রচেষ্টা করার মাধ্যমে যিহোবার উপাসনা করছে
বিস্তর লোকের অংশ হওয়ার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে?