সফনিয় ১–হগয় ২
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |যিহোবার ক্রোধের দিন আসার আগে তাঁর অন্বেষণ করুন
সফ ২:২, ৩
যিহোবা যাতে আমাদের তাঁর ক্রোধের দিনে রক্ষা করেন, সেইজন্য নিজেদের জীবন উৎসর্গ করার সঙ্গেসঙ্গে আমাদের আরও বেশি কিছু করতে হবে। আমাদের অবশ্যই ইস্রায়েলীয়দের দেওয়া সফনিয়ের নির্দেশনা মেনে চলতে হবে।
-
যিহোবার অন্বেষণ করুন: যিহোবার সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার মাধ্যমে তাঁর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখুন
-
ধর্মের অনুশীলন করুন: যিহোবার ধার্মিক মানকে সমর্থন করুন
-
নম্রতার অনুশীলন করুন: নম্রভাবে ঈশ্বরের ইচ্ছার বশীভূত হোন এবং তাঁর শাসন মেনে নিন
কীভাবে আমি আরও ভালোভাবে যিহোবার অন্বেষণ, ধর্মের অনুশীলন ও নম্রতার অনুশীলন করতে পারি?