খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—আমাদের এলাকায় প্রত্যেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: ভাববাদী সখরিয় ভবিষ্যদ্বাণী করেছিলেন, জাতিগণের সমস্ত ভাষার লোক সুসমাচারের প্রতি অনুকূলভাবে সাড়া দেবে। (সখ ৮:২৩) কিন্তু কারা তাদের শিক্ষা দেবে? (রোমীয় ১০:১৩-১৫) আমাদের এলাকার প্রত্যেক ব্যক্তির কাছে সুসমাচার জানানোর সুযোগ ও দায়িত্ব আমাদেরই রয়েছে।—সংগঠিত ৮৪ অনু. ১০-১১, ইংরেজি।
যেভাবে এটা করা যায়:
-
প্রস্তুতি নিন। আপনার কি এমন লোকদের সঙ্গে দেখা হয়, যারা অন্য ভাষায় কথা বলে? একটা সহজ উপস্থাপনা শেখার জন্য আপনি JW ল্যাঙ্গুয়েজ আ্যপ ব্যবহার করতে পারেন। কিংবা আপনার মোবাইল ডিভাইস ব্যবহার করে আপনি দেখাতে পারেন যে, কীভাবে তিনি jw.org ওয়েবসাইট থেকে তার নিজের ভাষায় আরও তথ্য খুঁজে পেতে পারেন
-
চারিদিকে দৃষ্টি রাখুন। ঘরে ঘরে প্রচার করার সময় যারা আপনার আশপাশ দিয়ে যাচ্ছে কিংবা গাড়ির জন্য অপেক্ষা করছে, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার বিভিন্ন সুযোগ হাতছাড়া করবেন না। জনসাধারণ্যে প্রচার করার সময় সাক্ষ্য দেওয়ার উপর মনোযোগ দিন
-
অধ্যবসায়ী হোন। প্রথম সাক্ষাতে যাদের ঘরে পাওয়া যায় না, তাদের সঙ্গে পরবর্তী কোনো এক সময়ে সাক্ষাৎ করার চেষ্টা করুন। প্রত্যেক ঘরে অন্ততপক্ষে এক জনের সঙ্গে দেখা করার চেষ্টা করুন, হতে পারে দিনের অন্য কোনো সময়ে কিংবা সপ্তাহের অন্য কোনো দিনে। কোনো কোনো গৃহকর্তার সঙ্গে চিঠি, টেলিফোন কিংবা রাস্তায় সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে
-
পুনরায় যোগাযোগ করুন। কেউ যদি আগ্রহ দেখায়, তা হলে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে ফিরে যান। যদি সেই ব্যক্তি অন্য ভাষায় কথা বলেন, তা হলে এমন কোনো প্রকাশককে খুঁজুন, যাতে তিনি সেই ব্যক্তিকে তার নিজের ভাষায় সাহায্য করতে পারেন। ততদিন পর্যন্ত সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখুন, যতদিন না তার নিজের ভাষায় কথা বলে এমন কোনো প্রকাশককে পাওয়া যায়।—সংগঠিত ৯৪ অনু. ৩৯-৪০
“পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” প্রচার করা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন:
-
দূরবর্তী এলাকায় প্রচার করার জন্য ভাই ও বোনেরা কোন কোন প্রস্তুতি নিয়েছিলেন? (১করি ৯:২২, ২৩)
-
তাদের কোন কোন বাধা কাটিয়ে উঠতে হয়েছিল?
-
তারা কোন কোন আশীর্বাদ উপভোগ করেছিলেন?
-
আপনার এলাকায় প্রত্যেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি কোন কোন প্রচেষ্টা করতে পারেন?