যাত্রাপুস্তক ১০-১১
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |মোশি ও হারোণ প্রচুর সাহস দেখান
১০:৩-৬, ২৪-২৬, ২৮; ১১:৪-৮
ফরৌণ সেই সময় এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। তা সত্ত্বেও, মোশি ও হারোণ সাহসের সঙ্গে ফরৌণের কাছে গিয়ে কথা বলেছিলেন। কী তাদের তা করতে সাহায্য করেছিল? মোশির বিষয়ে বাইবেল জানায়: “বিশ্বাসে তিনি মিসর ত্যাগ করিলেন, রাজার কোপ হইতে ভীত হন নাই, কারণ যিনি অদৃশ্য, তাঁহাকে যেন দেখিয়াই স্থির থাকিলেন।” (ইব্রীয় ১১:২৭) যিহোবার উপর মোশি ও হারোণের দৃঢ়বিশ্বাস ছিল এবং তাঁর উপর তারা নির্ভরও করতেন।
এমন কোন পরিস্থিতিতে আপনি কর্তৃত্বে থাকা ব্যক্তিদের কাছে সাহসের সঙ্গে আপনার বিশ্বাস সম্বন্ধে বলতে পারেন?