জুলাই ২৯–আগস্ট ৪
১ তীমথিয় ৪-৬
গান ১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ঈশ্বরের প্রতি ভক্তি বনাম ধনসম্পদ”: (১০ মিনিট)
১তীম ৬:৬-৮—‘সন্তোষযুক্ত ভক্তির’ মূল্য (প্রহরীদুর্গ ০৩ ৬/১ ৯ অনু. ১-২)
১তীম ৬:৯—ধনী হওয়ার বাসনার পরিণতি (সজাগ হোন! ৬/০৭ ৬ অনু. ২, ইংরেজি)
১তীম ৬:১০—ধনের প্রতি আসক্তি বা ভালোবাসা যে-কষ্ট নিয়ে আসে (সজাগ হোন! ১১/০৮ ৬ অনু. ৪-৬, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
১তীম ৪:২—কীভাবে একজন ব্যক্তি তার বিবেককে দাগযুক্ত করেন এবং কেন এটা বিপদজনক? (‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ২ অনু. ১৭)
১তীম ৪:১৩—কেন পৌল তীমথিয়কে “পাঠ করিতে [‘বিশ্বাসীদের পবিত্র শাস্ত্র পড়ে শোনানোতে,’ বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]” নিবিষ্ট থাকতে উৎসাহিত করেছিলেন? (অন্তর্দৃষ্টি-২ ৭১৪ অনু. ১-২, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ১তীম ৪:১-১৬ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। গৃহকর্তাকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
বাইবেল অধ্যয়ন: (৪ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ (lv) বইয়ের অধ্যায় ১৫ অনু. ২০-২১ (শিক্ষা দেওয়া পাঠ ৩)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) উন্নতি করছে না এমন বাইবেল অধ্যয়ন কৌশলতার সঙ্গে বন্ধ করুন।—জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা (mwb) ১৯.০২ ৭ দেখুন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
খ্রিস্টীয় জীবনযাপন
বস্তুবাদিতার জন্য যে-মূল্য দিতে হয়: (৭ মিনিট) আমাদের অবশ্যই ‘ধৈর্য্যপূর্ব্বক দৌড়াইতে’ হবে—অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত থাকুন শিরোনামের ভিডিওটা দেখান আর এরপর ভিডিও থেকে যে-শিক্ষা লাভ করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করুন।
“ঈশ্বরের প্রতি ভক্তি বনাম শরীরচর্চা”: (৮ মিনিট) আলোচনা। খেলাধুলা সম্বন্ধে তোমার যা জানা উচিত শিরোনামের হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ২৬
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫১ এবং প্রার্থনা