সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আপনি তাদের কাছ থেকে কী শিখতে পারেন?

আপনি তাদের কাছ থেকে কী শিখতে পারেন?

সম্প্রতি আপনাকে কি পরিচারক দাস অথবা প্রাচীন হিসেবে নিযুক্ত করা হয়েছে? আপনার হয়তো এমন দক্ষতা, ক্ষমতা অথবা জাগতিক শিক্ষা রয়েছে, যেটা আপনার মণ্ডলীর অন্যান্য প্রাচীন অথবা পরিচারক দাসের নেই। তবে, আপনি সেই ভাইদের কাছ থেকে এবং যে-বিশ্বস্ত ভাইয়েরা বার্ধক্য, স্বাস্থ্যগত সমস্যা অথবা পারিবারিক দায়দায়িত্বের ফলে আসা সীমাবদ্ধতার কারণে প্রাচীন অথবা পরিচারক দাস হিসেবে আর সেবা করতে পারেন না, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন।

অভিজ্ঞ ভাইদের সম্মান করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  1. ১. কীভাবে ভাই রিচার্ডস্‌ ভাই বেলোর প্রতি সম্মান দেখিয়েছিলেন?

  2. ২. বেন কোন ভুল করেছিলেন এবং কেন?

  3. ৩. ইলীশায়ের উদাহরণ থেকে বেন কী শিখেছিলেন?

  4. ৪. আপনি ভাই অথবা বোন, যে-ই হোন না কেন, কীভাবে আপনি অভিজ্ঞ সহখ্রিস্টানদের প্রতি সম্মান দেখাতে এবং তাদের কাছ থেকে শিখতে পারেন?