সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? (T-31) ট্র্যাক্ট

প্রশ্ন: আপনি কি এমন একটা ভবিষ্যৎ চান, যেখানে কোনো ধরনের অসুস্থতা বা দুঃখকষ্ট থাকবে না বরং অর্থপূর্ণ ও পরিতৃপ্তিদায়ক কাজ থাকবে এবং আপনি আপনার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে অনন্তকাল বেঁচে থাকতে পারবেন?

শাস্ত্রপদ: গীত ৩৭:১১, ২৯

অর্পণ: কীভাবে এইরকম এক পরিস্থিতি আসবে, সেই বিষয়ে এই ট্র্যাক্টে আরও তথ্য তুলে ধরা হয়েছে।

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

প্রশ্ন: কেন এত দুঃখকষ্ট রয়েছে?

শাস্ত্রপদ: ১যোহন ৫:১৯

সত্য: শয়তান দিয়াবল হল এই জগতের শাসক।

বাইবেল অধ্যয়নে কী হয়?

অর্পণ: যিহোবার সাক্ষিরা বিনা মূল্যে বিভিন্ন শিক্ষা প্রদান করে থাকে, যেগুলোর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়: কেন এত দুঃখকষ্ট রয়েছে? কীভাবে আমার পরিবার সুখী হতে পারে? এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে এই শিক্ষা দেওয়ার বিষয়টা পরিচালনা করা হয়। [বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখান।] আমরা আলোচনা করার জন্য এই প্রকাশনা ব্যবহার করতে পারি। [অধ্যয়নের জন্য যে-প্রকাশনাগুলো রয়েছে, সেগুলোর একটা দেখান এবং যদি সম্ভব হয়, তা হলে একটা বাইবেল অধ্যয়নের নমুনা দেখান।]

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।