জুলাই ৪-১০
গীতসংহিতা ৬০-৬৮
গান ২২ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“প্রার্থনা শ্রবণকারী যিহোবার প্রশংসা করুন”: (১০ মিনিট)
গীত ৬১:১, ৮—যিহোবার কাছে করা প্রতিজ্ঞাগুলো নিয়ে প্রার্থনা করুন (প্রহরীদুর্গ ৯৯ ৯/১৫ ৯ অনু. ১-৪)
গীত ৬২:৮—প্রার্থনায় মনের কথা খুলে বলার মাধ্যমে যিহোবার উপর নির্ভরতা প্রকাশ করুন (প্রহরীদুর্গ ১৫ ৪/১৫ ২৫-২৬ অনু. ৬-৯)
গীত ৬৫:১, ২—যিহোবা সঠিক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রার্থনা শোনেন (প্রহরীদুর্গ ১৫ ৪/১৫ ২২ অনু. ১৩-১৪; প্রহরীদুর্গ ১০ ৪/১৫ ৫ অনু. ১০; অন্তর্দৃষ্টি-২ ৬৬৮ অনু. ২, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ৬৩:৩—কেন যিহোবার প্রেমপূর্ণ দয়া জীবনের থেকেও উত্তম? (প্রহরীদুর্গ ০৬ ৬/১ ১১ অনু. ৭)
গীত ৬৮:১৮—“মনুষ্যদের মধ্যে দান” কারা ছিল? (প্রহরীদুর্গ ০৬ ৬/১ ১০ অনু. ৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৬৩:১–৬৪:১০
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। প্রকাশকদের নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য উৎসাহিত করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“জীবনকে সাদাসিধে রাখা ঈশ্বরের প্রশংসা করতে সাহায্য করে”: (১৫ মিনিট) শুরুতে প্রবন্ধ নিয়ে আলোচনা করুন। এরপর JW ব্রডকাস্টিং-এর আমরা সাদাসিধে জীবনযাপন করা বেছে নিই শিরোনামের ভিডিওটা দেখান ও সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। আরও বেশি করে যিহোবার সেবা করার জন্য প্রত্যেকে তাদের জীবনকে কীভাবে সাদাসিধে করতে পারে, তা বিবেচনা করার জন্য সবাইকে উৎসাহিত করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৭ অনু. ১১-২২
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫০ এবং প্রার্থনা