জুলাই ৭-১৩
হিতোপদেশ ২১
গান ৯৮ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. সুখী বিবাহিত জীবনের জন্য উত্তম পরামর্শ
(১০ মিনিট)
তাড়াহুড়ো করে বিয়ে করবেন না (হিতো ২১:৫; প্রহরীদুর্গ ০৩ ১০/১৫ ৪ অনু. ৫)
কোনো বিষয় নিয়ে যদি দু-জনের মতামত আলাদা হয়, তা হলে নম্রতা দেখান (হিতো ২১:২, ৪; প্রহরীদুর্গ ২০.০৭ ৩ অনু. ৩-৫)
একে অন্যের সঙ্গে প্রেম সহকারে আচরণ করুন এবং ধৈর্য ধরুন (হিতো ২১:১৯; প্রহরীদুর্গ ০৬ ৯/১৫ ২৮ অনু. ১৩)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
হিতো ২১:৩১—এই পদ থেকে কীভাবে আমরা প্রকাশিত বাক্য ৬:২ পদের ভবিষ্যদ্বাণী বুঝতে পারি? (প্রহরীদুর্গ ০৫ ১/১৫ ১৭ অনু. ৯)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ২১:১-১৮ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৩)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৩)
৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন
(৫ মিনিট) নমুনা। যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন প্রবন্ধ ৫৪—মূলভাব: যিহোবার সাক্ষিরা বিবাহবিচ্ছেদকে কোন দৃষ্টিতে দেখে? (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)
গান ১৩২
৭. আপনার জীবনসঙ্গীকে সম্মান করুন
(১৫ মিনিট) আলোচনা।
আপনি যখন বিয়ে করেন, তখন আপনি যিহোবার সামনে এই শপথ নেন যে, আপনি আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসবেন এবং তাকে সম্মান করবেন। তাই, আপনি যেভাবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আচরণ করেন, সেটা যিহোবার সঙ্গে আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলে।—হিতো ২০:২৫; ১পিতর ৩:৭.
এক সুখী বিয়ের জন্য: সম্মান দেখান শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
-
কেন আপনার জীবনসঙ্গীর প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ?
-
জীবনসঙ্গীর প্রতি আরও বেশি সম্মান দেখানোর জন্য নিজের অভ্যাস, চিন্তাভাবনা এবং বিনোদনের ক্ষেত্রে আমরা কোন কোন পরিবর্তন করতে পারি?
-
বাইবেলের কিছু নীতি কী, যেগুলো আমাদের সাহায্য করতে পারে?
-
আমরা কোন কোন ব্যাবহারিক উপায়ে নিজের জীবনসঙ্গীর প্রতি সম্মান দেখাতে পারি?
-
আমাদের জীবনসঙ্গীর কোন বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়া উচিত এবং কেন?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২৮ অনু. ১৬-২২