জুলাই ৮-১৪
গীতসংহিতা ৬০-৬২
গান ২ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. যিহোবা আমাদের নিরাপদ, সুরক্ষিত ও স্থির থাকতে সাহায্য করেন
(১০ মিনিট)
যিহোবা এক দৃঢ় দুর্গের মতো (গীত ৬১:৩; যিহোবার নিকটবর্তী হোন ৭০ অনু. ৮)
যিহোবা তাঁর তাঁবুতে থাকার জন্য আমাদের আমন্ত্রণ জানান (গীত ৬১:৪; অন্তর্দৃষ্টি-২ ১০৮৪ অনু. ৮, ইংরেজি)
যিহোবা একটা শৈলের মতো (গীত ৬২:২; প্রহরীদুর্গ ০২ ৪/১৫ ১৬ অনু. ১৪)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘যিহোবাকে জানার এবং তাঁর উপর নির্ভর করার ফলে আমার জীবন কীভাবে আরও ভালো হয়েছে?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
গীত ৬২:১১—“শক্তি ঈশ্বরেরই,“ এই কথাগুলোর অর্থ কী? (প্রহরীদুর্গ ০৬ ৬/১ ১১ অনু. ৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ৬০:১–৬১:৮ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। এমন একজন ব্যক্তির সঙ্গে কথা শুরু করুন, যিনি আপনার প্রতি দয়া দেখিয়েছেন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৩)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তাকে JW Library® অ্যাপ সম্বন্ধে বলুন এবং কীভাবে সেটা ইনস্টল করতে হয়, তা দেখান। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৪)
৬. বক্তৃতা
(৫ মিনিট) প্রহরীদুর্গ ২২.০২ ৪-৫ অনু. ৭-১০—মূলভাব: যিহোবার উপর আস্থা রাখুন এবং নির্দেশনা মেনে চলুন। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
গান ১২
৭. কোনো কিছুই “ঈশ্বরের প্রেম থেকে আমাদের আলাদা করতে পারবে না”
(১০ মিনিট) আলোচনা।
ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
ভাই নিয়েরেন্দাকে যখন তাড়না করা হয়েছিল, তখন যিহোবা কোন কোন উপায়ে তার যত্ন নিয়েছিলেন?
৮. যিহোবার বন্ধু হও—বাপ্তিস্মের দিকে এগিয়ে যাও
(৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর সম্ভব হলে আগে থেকে বাছাই করা কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: বাপ্তিস্ম নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো বয়সের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ? বাপ্তিস্মের দিকে এগিয়ে যাওয়ার জন্য কোন বিষয়গুলো করতে হবে?
৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ১২ অনু. ৭-১৩, ৯৭ পৃষ্ঠার বাক্স