যাত্রাপুস্তক ৪-৫
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |“আমি তোমার মুখের সহবর্ত্তী হইব”
৪:১০-১৫
যিহোবার সাহায্যে মোশি তার ভয় কাটিয়ে উঠেছিলেন। যিহোবা মোশিকে যা বলেছিলেন, সেটা থেকে আমরা কী শিখতে পারি?
-
আমাদের নিজেদের দুর্বলতার বিষয়ে চিন্তা করা এড়িয়ে চলতে হবে
-
আমরা এই আস্থা রাখতে পারি যে, আমাদের দায়িত্ব পালন করার জন্য যা-কিছু প্রয়োজন, যিহোবা সেগুলো জোগাবেন
-
ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের লোকভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে
কীভাবে যিহোবা সমস্যা থাকা সত্ত্বেও আমাকে প্রচার করে চলার জন্য সাহায্য করেছেন?