সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

যিহোবার প্রতিজ্ঞার উপর আপনার বিশ্বাস কতটা দৃঢ়?

যিহোবার প্রতিজ্ঞার উপর আপনার বিশ্বাস কতটা দৃঢ়?

যিহোশূয় এবং শলোমন দু-জনেই দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, যিহোবা যে-সমস্ত প্রতিজ্ঞা করেছেন, সেগুলোর মধ্যে একটা বাক্যও নিষ্ফল হয়নি। (যিহো ২৩:১৪; ১রাজা ৮:৫৬) নির্ভরযোগ্য এই দু-জন সাক্ষির সাক্ষ্য আমাদের বিশ্বাসের ভিত্তিকে আরও দৃঢ় করে।—২করি ১৩:১; তীত ১:২.

যিহোশূয়ের দিনে কীভাবে যিহোবা তাঁর বিভিন্ন প্রতিজ্ঞা পরিপূর্ণ করেছিলেন? আপনার পরিবারের সঙ্গে ‘একটী বাক্যও বিফল হয় নাই’ নাটকের ভিডিওটা দেখুন। এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন: (১) রাহব বিশ্বাস দেখিয়ে যে-কাজ করেছিলেন, তা আপনি কীভাবে অনুকরণ করতে পারেন? (ইব্রীয় ১১:৩১; যাকোব ২:২৪-২৬) (২) আখনের উদাহরণ কীভাবে প্রমাণ দেয়, ইচ্ছাকৃতভাবে অবাধ্য হওয়া সর্বনাশের দিকে নিয়ে যায়? (৩) গিবিয়োনের লোকেরা যোদ্ধা হওয়া সত্ত্বেও কেন যিহোশূয়ের সঙ্গে প্রতারণা করেছিল ও ইস্রায়েলের সঙ্গে শান্তিস্থাপন করেছিল? (৪) ইমোরীয়দের পাঁচ জন রাজা যখন ইস্রায়েলীয়দের হুমকি দিয়েছিল, তখন যিহোবার বাক্য কীভাবে পরিপূর্ণ হয়েছিল? (যিহো ১০:৫-১৪) (৫) ঈশ্বরের রাজ্য ও তাঁর ধার্মিকতাকে আপনার জীবনে প্রথমে রাখার সময় যিহোবা কীভাবে আপনার পক্ষ হয়ে কাজ করেছেন?—মথি ৬:৩৩.

যিহোবা আমাদের জন্য ইতিমধ্যে যা করেছেন, এখন যা করছেন এবং ভবিষ্যতে যা করবেন, সেগুলো নিয়ে আমরা যখন গভীরভাবে চিন্তা করি, তখন তাঁর প্রতিজ্ঞার উপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়।—রোমীয় ৮:৩১, ৩২.

আপনার কী যিহোশূয়ের মতো বিশ্বাস আছে?