আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা জুন ২০১৭
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
T-32 ট্র্যাক্ট অর্পণ করার এবং উপহার হিসেবে পাওয়া জীবন সম্বন্ধে সত্য তুলে ধরার জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবার বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ হয়
বাবিল জয় ও ধ্বংসের বিষয়ে যিরমিয়ের নিখুঁত ভবিষ্যদ্বাণী অব্যর্থভাবে পরিপূর্ণ হয়।
খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার প্রতিজ্ঞার উপর আপনার বিশ্বাস কতটা দৃঢ়?
যিহোশূয় দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, যিহোবা ইস্রায়েলের জন্য যে-সমস্ত প্রতিজ্ঞা করেছেন, সেগুলোর মধ্যে একটা বাক্যও নিষ্ফল হয়নি। কীভাবে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার উপর আমাদের বিশ্বাস দৃঢ় করতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
অপেক্ষা করার মনোভাব আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে
চরম কষ্টভোগ করা সত্ত্বেও কী যিরমিয়কে উত্তম মনোভাব বজায় রেখে ধৈর্য ধরতে সাহায্য করেছিল? কীভাবে আমরা ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহিষ্কেল অত্যন্ত আনন্দের সঙ্গে ঈশ্বরের বার্তা ঘোষণা করেছিলেন
একটা দর্শনে, যিহোবা যিহিষ্কেলকে একটা গুটানো পুস্তক দিয়েছিলেন ও তাকে সেটা ভোজন করতে বলেছিলেন। যিহিষ্কেলের জন্য সেই গুটানো পুস্তক ভোজন করার অর্থ কী ছিল?
খ্রিস্টীয় জীবনযাপন
সুসমাচার প্রচার করে আনন্দ লাভ করুন
ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা কখনো কখনো কঠিন বলে মনে হতে পারে, কিন্তু ঈশ্বর চান যেন আমরা আনন্দের সঙ্গে তাঁর সেবা করি। কীভাবে আমরা প্রচার করার কার্যভারে আনন্দ লাভ করতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
আপনি কি রক্ষা পাওয়ার জন্য চিহ্নিত হবেন?
প্রাচীন যিরূশালেম ধ্বংসের সময়ে যিহিষ্কেলের দর্শন প্রাথমিকভাবে পরিপূর্ণ হয়েছিল। আধুনিক দিনের পরিপূর্ণতা কীভাবে আমাদের প্রভাবিত করে?
খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার নৈতিক মানকে সমর্থন করুন
আমাদের অবশ্যই সাহসের সঙ্গে যিহোবা ঈশ্বরের নৈতিক মানকে সমর্থন করতে হবে। কীভাবে? কেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ?