খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি আপনার বিশ্বাস সম্বন্ধে বলতে পারেন?
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি কেন বিশ্বাস করেন যে, ঈশ্বরই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তা হলে আপনি কী বলবেন? আস্থার সঙ্গে উত্তর দেওয়ার জন্য আপনাকে অবশ্যই দুটো বিষয় করতে হবে: প্রথমত, আপনাকে নিজেকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে, ঈশ্বরই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। (রোমীয় ১২:১, ২) দ্বিতীয়ত, আপনাকে চিন্তা করতে হবে যে, আপনি অন্য ব্যক্তিদের কাছে নিজের বিশ্বাস সম্বন্ধে কীভাবে ব্যাখ্যা করবেন।—হিতো ১৫:২৮.
একজন অর্থোপেডিক সার্জন তার বিশ্বাস সম্বন্ধে বলেন এবং একজন জুলজিস্ট তার বিশ্বাস সম্বন্ধে বলেন শিরোনামের ভিডিও দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
কেন ইরেন হফ লোরানসো বিশ্বাস করেন যে, সমস্ত কিছু বিবর্তনবাদ থেকে আসেনি বরং ঈশ্বরই সৃষ্টি করেছেন?
-
কেন ইয়ারোস্লাভ দোভানিচ বিশ্বাস করেন যে, সমস্ত কিছু বিবর্তনবাদ থেকে আসেনি বরং ঈশ্বরই সৃষ্টি করেছেন?
-
কীভাবে আপনি অন্যদের কাছে ব্যাখ্যা করবেন যে, কেন আপনি বিশ্বাস করেন, ঈশ্বরই সমস্ত কিছু সৃষ্টি করেছেন?
-
যিহোবার সংগঠনের দ্বারা প্রস্তুত এমন কোন কোন প্রকাশনা আপনার ভাষায় রয়েছে, যেগুলোর সাহায্যে আপনি পরীক্ষা করে নিজে নিশ্চিত হতে পারেন এবং অন্যদের প্রমাণ দিতে পারেন যে, ঈশ্বরই সমস্ত কিছু সৃষ্টি করেছেন?