কথোপকথনের নমুনা
●○○ প্রথম সাক্ষাৎ
○●○ প্রথম পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: কেন যিশু মারা গিয়েছিলেন?
শাস্ত্রপদ: মথি ২০:২৮
পরের সাক্ষাতের জন্য: কীভাবে আমরা যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানের জন্য কৃতজ্ঞতা দেখাতে পারি?
○○● দ্বিতীয় পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: কীভাবে আমরা যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানের জন্য কৃতজ্ঞতা দেখাতে পারি?
শাস্ত্রপদ: যোহন ১৭:৩
পরের সাক্ষাতের জন্য: যিহোবার সাক্ষিদের সভাতে কী হয়?
স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের অভিযান (মার্চ ২৩–এপ্রিল ১৯):
আমরা আপনাকে অতি গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাই। এই আমন্ত্রণপত্রটা আপনার জন্য। এপ্রিল মাসের ১৯ তারিখ শুক্রবার, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক যিশু খ্রিস্টের মৃত্যুবার্ষিকী স্মরণ করার জন্য একত্রিত হবে। আমাদের এলাকায় কখন ও কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে। এ ছাড়া, আমরা আপনাকে এর আগের সপ্তাহে একটা বক্তৃতা শোনার জন্যও আমন্ত্রণ জানাচ্ছি, যেটার শিরোনাম “প্রকৃত জীবন পাওয়ার চেষ্টা করুন!”
কেউ আগ্রহ দেখালে, পরের সাক্ষাতের জন্য এই প্রশ্ন ছেড়ে আসুন: কেন যিশু মারা গিয়েছিলেন?