খ্রিস্টীয় জীবনযাপন
কথাবার্তা শুরু করার জন্য ট্র্যাক্ট ব্যবহার করুন
আমাদের ট্র্যাক্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন আমরা বাইবেলের বিষয় নিয়ে কথাবার্তা শুরু করতে পারি।
প্রত্যেকটা ট্র্যাক্টে একটা দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন রয়েছে, যেটার পরে একটা শাস্ত্রীয় উত্তর দেওয়া আছে ও সেইসঙ্গে আলোচনার জন্য আরও বিষয় তুলে ধরা হয়েছে।
শাস্ত্রীয় বিষয় নিয়ে আগ্রহজনক আলোচনা প্রায়ই বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে। তাই, এই ট্র্যাক্টগুলো ব্যবহার করুন, যেন অনেকে তাদের আধ্যাত্মিক ক্ষুধা মেটাতে পারে।—মথি ৫:৬.
যেভাবে ট্র্যাক্টগুলো ব্যবহার করা যায়:
-
ট্র্যাক্টে দেওয়া প্রশ্নের উপর গৃহকর্তার মতামত কী, তা তাকে জিজ্ঞেস করুন
-
গৃহকর্তার কথা শুনুন এবং তার উত্তরের জন্য ধন্যবাদ জানান
-
ট্র্যাক্ট অর্পণ করুন
-
ফিরে গিয়ে আরও তথ্য নিয়ে আলোচনা করার ব্যবস্থা করুন