খ্রিস্টীয় জীবনযাপন
লোটের স্ত্রীকে স্মরণ করুন
কেন লোটের স্ত্রী সদোম থেকে পালিয়ে যাওয়ার সময় পিছনে ফিরে তাকিয়েছিলেন? বাইবেল তা জানায় না। (আদি ১৯:১৭, ২৬) যিশুর সতর্কবাণীর প্রসঙ্গ থেকে বোঝা যায় যে, লোটের স্ত্রী হয়তো পিছনে ফেলে আসা বিষয়ের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেছিলেন। (লূক ১৭:৩১, ৩২) লোটের স্ত্রী ঈশ্বরের অনুগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আমরা কীভাবে তা এড়িয়ে চলতে পারি? আমরা বস্তুগত আরামআয়েশ লাভের চেষ্টাকে আমাদের জীবনে অগ্রাধিকারের বিষয় হতে দেব না। (মথি ৬:৩৩) যিশু শিক্ষা দিয়েছিলেন, আমরা ‘ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারি না।’ (মথি ৬:২৪) কিন্তু আমরা যদি বুঝতে পারি, বস্তুগত বিষয়গুলো আমাদের জীবনের আধ্যাত্মিক বিষয়গুলো থেকে সময় কেড়ে নিচ্ছে, তা হলে? আমরা যিহোবার কাছে প্রার্থনা করতে পারি, যাতে কোথায় আমাদের পরিবর্তন করতে হবে তা বোঝার জন্য বিচক্ষণতা ও সেইসঙ্গে সেই পরিবর্তন করার জন্য সাহস ও শক্তি লাভ করতে পারি।
লোটের স্ত্রীকে স্মরণ করুন শিরোনামের তিন পর্বের ভিডিওতে তুলে ধরা ঘটনা স্মরণ করুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
আরও বেশি টাকা রোজগার করার চাপ কীভাবে গ্লোরিয়ার চিন্তাভাবনা, কথাবার্তা ও কাজের উপর প্রভাব ফেলেছিল?
-
কীভাবে লোটের স্ত্রীর ঘটনা বর্তমানে আমাদের জন্য এক সতর্কবাণীমূলক উদাহরণ?
-
কীভাবে জো ও তার পরিবার বাইবেলের নীতি কাজে লাগিয়ে উপকৃত হয়েছিলেন?
-
কীভাবে কর্মস্থলে আ্যনার সহকর্মীরা যিহোবার সঙ্গে তার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল?
-
আমরা যদি টাকাপয়সাকে আমাদের জীবনে প্রথমে রাখার জন্য চাপ অনুভব করি, তা হলে কেন আমাদের সাহস প্রয়োজন?
-
কীভাবে ব্রায়েন ও গ্লোরিয়া আবারও তাদের জীবনে আধ্যাত্মিক বিষয়কে অগ্রাধিকার দিয়েছিলেন?
-
আপনি এই ভিডিওতে বাইবেলের কোন কোন নীতি কাজে লাগাতে দেখেছেন?