খ্রিস্টীয় জীবনযাপন
আমি আবার কখন সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করতে পারি?
যিহিষ্কেলের মন্দির সম্বন্ধীয় দর্শন প্রকাশ করে, যিহোবার লোকেরা স্বেচ্ছায়দত্ত উপহার উৎসর্গ করবে। কীভাবে আমরা ব্যক্তিগতভাবে স্তববলি উৎসর্গ করতে পারি?—ইব্রীয় ১৩:১৫, ১৬.
একটা চমৎকার উপায় হল সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করা। ২০১৮ সালের পরিচর্যা বছরের বেশ কয়েকটা মাসে পাঁচটা শনিবার কিংবা পাঁচটা রবিবার রয়েছে। এটা বিশেষভাবে সেই ব্যক্তিদের জন্য সাহায্যকারী, যারা পূর্ণ সময়ের চাকরি করছে এবং বেশিরভাগ সময়েই সাপ্তাহিক ছুটির দিনে পরিচর্যায় অংশ নিচ্ছে। এ ছাড়া, প্রকাশকরা হয়তো মার্চ ও এপ্রিল মাসে এবং সীমা অধ্যক্ষের পরিদর্শনের মাসে ৩০ ঘণ্টা অথবা ৫০ ঘণ্টা পূরণ করার চাহিদার মধ্যে যেকোনো একটা বেছে নিতে পারে।
আমাদের পরিস্থিতির কারণে আমরা যদি সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করতে না পারি, তা হলে? সেই ক্ষেত্রে, নিশ্চিতভাবেই আমরা হয়তো আমাদের পরিচর্যার গুণগত মান ও সেইসঙ্গে পরিমাণ বৃদ্ধি করার প্রচেষ্টা করতে পারি। আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, যিহোবার প্রতি প্রেম যেন ২০১৮ সালের পরিচর্যা বছরে তাঁকে আমাদের সর্বোত্তমটা দিতে অনুপ্রাণিত করে!—হোশেয় ১৪:২.
যিহোবার সাহায্যে আমি প্রায় সবই করতে পারি শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
যিহোবার সেবায় আরও বেশি করার জন্য কী সাবিনাকে অনুপ্রাণিত করেছে?
-
সাবিনার উদাহরণ কীভাবে আপনাকে উৎসাহিত করে?
-
২০১৮ সালের পরিচর্যা বছরে, কোন মাসে/মাসগুলোতে আপনি সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করতে পারেন?