সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ৩৭-৩৮

আবাসে বেদির ভূমিকা

আবাসে বেদির ভূমিকা

৩৭:২৫, ২৯; ৩৮:১

আবাসে বেদিগুলো ঠিক সেভাবেই নির্মাণ করা হয়েছিল, যেভাবে যিহোবা নির্দেশনা দিয়েছিলেন আর ঈশ্বরের উপাসনায় সেগুলোর বিশেষ ভূমিকা ছিল।

  • যখন বিভিন্ন উপকরণের উত্তম মিশ্রণ দিয়ে তৈরি ধূপ জ্বালানো হত, তখন সেটা যিহোবা খুবই পছন্দ করতেন। ঠিক একইভাবে, যখন যিহোবার দাসেরা তাঁর কাছে প্রার্থনা করে, তখন তিনি খুব খুশি হন

  • যিহোবা হোমবেদির উপর উৎসর্গীকৃত বলি গ্রহণ করতেন। এই বেদি পবিত্র স্থানের প্রবেশ দ্বারের সামনে রাখা হত। আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে, যিহোবার অনুমোদন লাভ করার জন্য যিশুর মুক্তির মূল্যের উপর বিশ্বাস স্থাপন করা কতটা গুরুত্বপূর্ণ।—যোহন ৩:১৬-১৮; ইব্রীয় ১০:৫-১০

আমি এমন কী করতে পারি, যাতে আমার প্রার্থনা সেই ধূপের মতো হতে পারে?