খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার প্রশংসা করার জন্য জীবনযাপন করুন!
জীবন এক মূল্যবান উপহার। আমরা প্রতিদিন যেভাবে এই উপহার ব্যবহার করি, তা প্রকাশ করে এই উপহারকে আমরা কতটা উপলব্ধি করি। যিহোবার সাক্ষি হিসেবে আমরা আমাদের মেধা ও দক্ষতা আমাদের জীবনদাতা যিহোবার সম্মান ও গৌরবের জন্য ব্যবহার করতে চেষ্টা করি। (গীত ৩৬:৯; প্রকা ৪:১১) তবে, এই মন্দ জগতের প্রতিদিনের উদ্বিগ্নতা খুব সহজেই হয়তো আধ্যাত্মিক বিষয়গুলো অনুধাবন করাকে পিছনে ফেলে দিতে পারে। (মার্ক ৪:১৮, ১৯) আমাদের প্রত্যেকের নিজেকে জিজ্ঞেস করা উচিত: ‘আমি কি সত্যিই যিহোবাকে আমার সর্বোত্তমটা দিচ্ছি? (হোশেয় ১৪:২) আমার চাকরি ও কেরিয়ার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার আধ্যাত্মিক লক্ষ্য কী? কীভাবে আমি আমার পরিচর্যা বাড়াতে পারি? আপনি যদি উন্নতি করার জায়গা দেখতে পান, তা হলে প্রয়োজনীয় রদবদল করার জন্য সাহায্য চেয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন। কোনো সন্দেহ নেই যে, প্রতিদিন যিহোবার প্রশংসা করা এক পরিতৃপ্ত ও সুখী জীবনের দিকে পরিচালিত করে!—গীত ৬১:৮.
যিহোবার সেবায় আপনার মেধা ব্যবহার করুন শিরোনামের ভিডিওটা দেখুন ও এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
শয়তানের জগতে আপনার মেধা ব্যবহার করা কেন বিজ্ঞতার কাজ নয়? (১যোহন ২:১৭)
-
যারা যিহোবাকে তাদের সর্বোত্তমটা দেয়, তারা কোন কোন আশীর্বাদ লাভ করে?
-
পবিত্র সেবার কোন ক্ষেত্রে আপনি আপনার মেধা ও দক্ষতা ব্যবহার করতে পারেন?