সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? (T-35) ট্র্যাক্ট

প্রশ্ন: পৃথিবীব্যাপী অনেক আন্তরিক লোকেরা প্রতি বছর মৃত ব্যক্তিদের সম্মানে এক বার্ষিকী উদ্‌যাপন করে থাকে। আমরা কি আমাদের মৃত প্রিয়জনদের আবারও দেখার আশা করতে পারি?

শাস্ত্রপদ: প্রেরিত ২৪:১৫

অর্পণ: পুনরুত্থানের আশা আপনার জন্য কী অর্থ রাখতে পারে, তা এই ট্র্যাক্টে আলোচনা করা হয়েছে। [যদি সম্ভব হয়, তা হলে মৃত ব্যক্তিদের জন্য কি কোনো আশা রয়েছে? শিরোনামের ভিডিওটা দেখান।]

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

প্রশ্ন: কীভাবে আমরা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম দেখাই?

শাস্ত্রপদ: ১যোহন ৫:৩

সত্য: ঈশ্বরের আজ্ঞার বাধ্য হয়ে আমরা তাঁর প্রতি আমাদের প্রেম দেখাই।

মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? (T-35) ট্র্যাক্ট

প্রশ্ন: আপনি কি জানেন, যেখানে মানুষের আয়ু কেবল ৭০ থেকে ৮০ বছর, সেখানে কিছু কচ্ছপ ১৫০ বছর এবং কিছু গাছ হাজার বছর ধরে বেঁচে থাকে। কেন মানুষের আয়ু এত অল্প?

শাস্ত্রপদ: আদিপুস্তক ৩:১৭-১৯

অর্পণ: এই ট্র্যাক্ট মৃত ব্যক্তিদের কোন আশা রয়েছে, তা ব্যাখ্যা করে।

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।