বংশাবলির দ্বিতীয় খণ্ড ৪:১-২২
৪ তারপর, তিনি তামার বেদি তৈরি করলেন, যেটার দৈর্ঘ্য ২০ হাত, প্রস্থ ২০ হাত এবং উচ্চতা ১০ হাত ছিল।
২ তিনি তামা দিয়ে ছাঁচে ঢালা একটা বিশাল পাত্র নির্মাণ করলেন, যেটাকে সাগর বলা হত। সেটা গোলাকার ছিল এবং সেটার মুখ ১০ হাত চওড়া ছিল আর সেটার মুখের পরিধি ছিল ৩০ হাত। পাত্রটার উচ্চতা ছিল ৫ হাত।
৩ পাত্রের মুখের নীচে চারিদিকে দুই সারি ছোটো ছোটো গোলাকার ফল ছিল। এগুলো প্রতি এক হাত জায়গায় দশটা করে ছিল। এগুলোকে সেই পাত্রের সঙ্গেই ছাঁচে ঢেলে তৈরি করা হয়েছিল।
৪ এই পাত্রটা তামার ১২টা ষাঁড়ের উপর রাখা হয়েছিল। ৩টে ষাঁড় উত্তর দিকে মুখ করে ছিল, ৩টে পশ্চিম দিকে, ৩টে দক্ষিণ দিকে এবং ৩টে পূর্ব দিকে। প্রতিটা ষাঁড়ের পিছন দিকটা ভিতরের দিকে ছিল। এই ষাঁড়গুলোর উপর পাত্রটা রাখা হয়েছিল।
৫ পাত্রটা চার আঙুল* পুরু ছিল। পাত্রটার মুখ পেয়ালার মুখের মতো ছিল এবং সেটা দেখতে ফুটে থাকা লিলি ফুলের মতো ছিল। সেই পাত্রে ৩,০০০ বাৎ* জল ধরত।
৬ এ ছাড়া, তিনি ধোয়াধুয়ি করার জন্য দশটা জলের পাত্র বানালেন। তিনি পাঁচটা ডান দিকে রাখলেন আর পাঁচটা বাঁ-দিকে রাখলেন। তারা সেই জলের পাত্রগুলোতে সেই জিনিসগুলো ধুত, যেগুলো হোমবলির জন্য ব্যবহার করা হত। কিন্তু, জলের বিশাল পাত্রটা যাজকদের হাত-পা ধোয়ার জন্য ছিল।
৭ তারপর, তিনি সোনার দশটা প্রদীপদানি বানালেন, ঠিক যেমনটা বলা হয়েছিল আর সেগুলোকে মন্দিরে রাখলেন, পাঁচটা ডান দিকে আর পাঁচটা বাঁ-দিকে।
৮ তিনি দশটা টেবিলও বানালেন আর সেগুলোকে মন্দিরে রাখলেন, পাঁচটা ডান দিকে আর পাঁচটা বাঁ-দিকে। তিনি সোনার ১০০টা বাটি বানালেন।
৯ তারপর, তিনি যাজকদের প্রাঙ্গণ ও সেইসঙ্গে বড়ো প্রাঙ্গণ এবং সেটার দরজাগুলো বানালেন। তিনি দরজাগুলো তামা দিয়ে মুড়ে দিলেন।
১০ তিনি জলের বিশাল পাত্রটা ডান পাশে দক্ষিণ-পূর্ব দিকে রাখলেন।
১১ এ ছাড়া, হীরম পাত্র, বেলচা ও বাটি তৈরি করল।
এভাবে হীরম সত্য ঈশ্বরের গৃহের সেইসমস্ত কাজ শেষ করল, যেগুলো শলোমন তাকে দিয়েছিলেন। সে এই সমস্ত কিছু তৈরি করল:
১২ দুটো স্তম্ভ এবং সেগুলোর উপর বাটির মতো দুটো চূড়া, চূড়াগুলো সাজানোর জন্য দুটো করে জালির কাজ,
১৩ দুটো জালির কাজের জন্য ৪০০টা বেদানা অর্থাৎ প্রতিটা জালির কাজের জন্য দুই সারি বেদানা, যেগুলো দিয়ে দুটো স্তম্ভের উপরে থাকা বাটির মতো চূড়াগুলোকে ঢাকা হয়েছিল,
১৪ দশটা জলের পাত্র এবং সেগুলো বহন করার জন্য দশটা ঠেলাগাড়ি,*
১৫ জলের বিশাল পাত্র এবং সেটার নীচে থাকা ১২টা ষাঁড়,
১৬ পাত্র, বেলচা, কাঁটাচামচ এবং সেগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত অন্য সমস্ত বাসনপত্র। রাজা শলোমনের কথা অনুসারে হূরম-আবি যিহোবার গৃহের জন্য চকচকে তামা দিয়ে এই সমস্ত কিছু তৈরি করল।
১৭ রাজা জর্ডন প্রদেশে সুক্কোৎ ও সরেদার মাঝে এই সমস্ত কিছু মাটির ছাঁচে ঢেলে তৈরি করলেন।
১৮ শলোমন এইসমস্ত বাসনপত্র প্রচুর পরিমাণে তৈরি করলেন। এইজন্য কতটা তামা ব্যবহার করা হল, তা জানা গেল না।
১৯ শলোমন সত্য ঈশ্বরের গৃহের জন্য এই সমস্ত কিছু তৈরি করলেন: সোনার বেদি; দর্শন-রুটি রাখার জন্য টেবিল;
২০ খাঁটি সোনার প্রদীপদানি ও প্রদীপ, যাতে নিয়ম অনুসারে সবচেয়ে ভিতরের ঘরের সামনে সেগুলো জ্বালানো যায়;
২১ একেবারে খাঁটি সোনার ফুল, প্রদীপ ও চিমটে;
২২ খাঁটি সোনার প্রদীপ নেভানোর কাঁচি, বাটি, পেয়ালা ও অঙ্গারধানি; গৃহের প্রবেশস্থান, মহাপবিত্র স্থানের দরজা এবং মন্দিরের* দরজা, যেগুলো সোনার তৈরি ছিল।
পাদটীকাগুলো
^ প্রায় ৭.৪ সেন্টিমিটার (২.৯ ইঞ্চি)। পরিশিষ্টের খ১৪ দেখুন।
^ এক বাৎ সমান ২২ লিটার। পরিশিষ্টের খ১৪ দেখুন।
^ বা “জলের গাড়ি।”
^ এখানে পবিত্র স্থানের বিষয়ে বলা হয়েছে।