বংশাবলির দ্বিতীয় খণ্ড ৩৩:১-২৫

৩৩  মনঃশি ১২ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে ৫৫ বছর ধরে রাজত্ব করলেন। ২  মনঃশি যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা-ই করলেন। তিনি সেই জাতিগুলোর মতোই জঘন্য কাজ করলেন, যাদের যিহোবা ইজরায়েলের লোকদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ৩  তার বাবা হিষ্কিয় যে-উঁচু জায়গাগুলো ধ্বংস করে দিয়েছিলেন, তিনি আবারও সেগুলো তৈরি করলেন। তিনি বাল দেবতাদের জন্য বেদি তৈরি করলেন আর উপাসনার খুঁটি* তৈরি করলেন। মনঃশি আকাশের সমস্ত বাহিনীর সামনে মাথা নত করলেন আর তাদের সেবা করলেন। ৪  তিনি যিহোবার সেই গৃহের মধ্যেও বেদি তৈরি করলেন, যেটার বিষয়ে যিহোবা বলেছিলেন: “আমার নাম জেরুসালেমের সঙ্গে চিরকাল জুড়ে থাকবে।” ৫  তিনি যিহোবার গৃহের দুটো প্রাঙ্গণেও আকাশের সমস্ত বাহিনীর জন্য বেদি তৈরি করলেন। ৬  তিনি হিন্নোম উপত্যকায়* তার নিজের ছেলেদের আগুনে পুড়িয়ে উৎসর্গ করলেন।* তিনি জাদুবিদ্যা, জ্যোতিষবিদ্যা ও মায়াবিদ্যা চর্চা করলেন আর এমন ব্যক্তিদের নিযুক্ত করলেন, যারা মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার দাবি করত এবং ভবিষ্যৎ বলে দিত। তিনি যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা অনেক বড়ো আকারে করলেন আর এভাবে তাঁকে রাগিয়ে তুললেন। ৭  তিনি যে-মূর্তিটা খোদাই করে বানিয়েছিলেন, সেটাকে নিয়ে গিয়ে সত্য ঈশ্বরের গৃহে রাখলেন, যে-গৃহের বিষয়ে ঈশ্বর দায়ূদ এবং তার ছেলে শলোমনকে বলেছিলেন: “এই গৃহের সঙ্গে এবং ইজরায়েলের সমস্ত বংশের এলাকার মধ্য থেকে আমি যে-জেরুসালেমকে বেছে নিয়েছি, সেটার সঙ্গে আমার নাম চিরকাল জুড়ে থাকবে। ৮  আমি আর কখনো ইজরায়েলীয়দের এই দেশ থেকে সরিয়ে দেব না, যেটা আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম। এটা তখনই হবে, যখন তারা আমার সমস্ত আজ্ঞা, মোশির মাধ্যমে দেওয়া সম্পূর্ণ ব্যবস্থা আর নিয়ম এবং বিচার সংক্রান্ত রায়গুলো ভালোভাবে পালন করবে।” ৯  মনঃশি যিহূদা ও জেরুসালেমের লোকদের বিপথে নিয়ে গিয়ে সেই জাতিগুলোর চেয়ে আরও মন্দ কাজ করাতে থাকলেন, যাদের যিহোবা ইজরায়েলীয়দের সামনে বিনষ্ট করে দিয়েছিলেন। ১০  যিহোবা মনঃশি এবং তার লোকদের সঙ্গে কথা বলতে থাকলেন। কিন্তু, তারা একটুও মনোযোগ দিলেন না। ১১  তাই, যিহোবা অশূরের রাজার সেনাপতিদের মাধ্যমে তাদের উপর আক্রমণ করালেন। তারা মনঃশিকে আংটা দিয়ে* ধরল আর তাকে তামার দুটো শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল। ১২  তার দুর্দশার সময়ে তিনি তার ঈশ্বর যিহোবার কাছে অনুগ্রহ চেয়ে কাকুতিমিনতি করলেন আর তার পূর্বপুরুষদের ঈশ্বরের সামনে নিজেকে অনেক নত করলেন। ১৩  তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলেন। তার কাকুতিমিনতি শুনে তার উপর ঈশ্বরের মায়া হল আর তিনি অনুগ্রহ চেয়ে করা তার বিনতি শুনলেন। ঈশ্বর তাকে জেরুসালেমে ফিরিয়ে এনে তার রাজত্ব তাকে ফিরিয়ে দিলেন। তখন মনঃশি জানতে পারলেন যে, যিহোবাই সত্য ঈশ্বর। ১৪  এরপর, তিনি দায়ূদ-নগরের বাইরের দিকে উপত্যকায় অবস্থিত গীহোনের পশ্চিমে একটা প্রাচীর নির্মাণ করলেন। এই প্রাচীরটা অনেক উঁচু ছিল। তিনি এই প্রাচীরটা মৎস্যদ্বার পর্যন্ত নির্মাণ করলেন। সেখান থেকে এই প্রাচীরটা নগরটা ঘিরে ওফল পর্যন্ত পৌঁছোল আর তিনি যিহূদার সমস্ত প্রাচীর দিয়ে ঘেরা নগরে সেনাপতিদের নিযুক্ত করলেন। ১৫  তিনি বিজাতীয় দেবতাদের মূর্তিগুলো, যিহোবার গৃহে রাখা মূর্তি এবং সেইসমস্ত বেদি দূর করে দিলেন, যেগুলো তিনি যিহোবার গৃহের পর্বতে এবং জেরুসালেমে তৈরি করেছিলেন। তিনি এই সমস্ত জিনিস নগরের বাইরে ফেলে দিলেন। ১৬  তারপর, তিনি যিহোবার বেদি মেরামত করলেন আর সেটার উপর মঙ্গলার্থক বলি এবং ধন্যবাদ জানানোর বলি উৎসর্গ করতে লাগলেন। তিনি যিহূদার লোকদের ইজরায়েলের ঈশ্বর যিহোবার সেবা করতে বললেন। ১৭  লোকেরা তখনও উঁচু জায়গাগুলোতে বলি উৎসর্গ করছিল, তবে কেবল তাদের ঈশ্বর যিহোবার উদ্দেশে। ১৮  মনঃশির জীবনের বাকি কাহিনি, তিনি তার ঈশ্বরের কাছে যে-প্রার্থনা করেছিলেন এবং দর্শকেরা ইজরায়েলের ঈশ্বর যিহোবার নামে তাকে যা যা বলেছিলেন, সেই সমস্ত কিছুর বিবরণ ইজরায়েলের রাজাদের ইতিহাস বইয়ে লেখা আছে। ১৯  এ ছাড়া, তিনি যে-প্রার্থনা করেছিলেন আর ঈশ্বর যেভাবে তার কাকুতিমিনতি শুনেছিলেন এবং তিনি নিজেকে নত করার আগে যে-সমস্ত পাপ করেছিলেন, অবিশ্বস্ততার কাজ করেছিলেন এবং যে-সমস্ত জায়গায় উঁচু জায়গা তৈরি করেছিলেন, উপাসনার খুঁটি* এবং খোদাই-করা মূর্তি স্থাপন করেছিলেন, সেই সমস্ত কিছুর বিবরণ দর্শকদের বইয়ে লেখা আছে। ২০  তারপর, মনঃশি মারা গেলেন* আর তাকে তার বাড়ির পাশেই কবর দেওয়া হল। তার জায়গায় তার ছেলে আমোন রাজা হলেন। ২১  আমোন ২২ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে দু-বছর যিহূদার উপর রাজত্ব করলেন। ২২  তিনি তার বাবা মনঃশির মতোই যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন। আমোন সেইসমস্ত খোদাই-করা মূর্তির উদ্দেশে বলি উৎসর্গ করলেন, যেগুলো তার বাবা মনঃশি তৈরি করেছিলেন এবং তিনি সেগুলোর সেবা করতে থাকলেন। ২৩  কিন্তু, তার বাবা মনঃশি যেভাবে নিজেকে নত করেছিলেন, তিনি সেভাবে যিহোবার সামনে নিজেকে নত করলেন না। এর পরিবর্তে, আমোন আরও বেশি করে পাপ করলেন। ২৪  পরে, তার সেবকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল আর তার রাজপ্রাসাদেই তাকে মেরে ফেলল। ২৫  কিন্তু, দেশের লোকেরা সেইসমস্ত লোককে মেরে ফেলল, যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারপর, তারা আমোনের জায়গায় তার ছেলে যোশিয়কে রাজা করল।

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
আক্ষ., “হিন্নোমের ছেলের উপত্যকায়।”
আক্ষ., “আগুনের মধ্য দিয়ে পার করালেন।”
বা সম্ভবত, “মনঃশিকে গর্তে।”
শব্দকোষ দেখুন।
আক্ষ., “মনঃশি তার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়লেন।”