বংশাবলির দ্বিতীয় খণ্ড ৩:১-১৭

৩  পরে, শলোমন জেরুসালেমে মোরিয়া পর্বতে যিহোবার গৃহ নির্মাণ করতে শুরু করলেন, যেখানে যিহোবা তার বাবা দায়ূদকে দেখা দিয়েছিলেন। এই জায়গাটা যিবূষীয় অর্ণানের শস্য মাড়াই করার জায়গায় দায়ূদ প্রস্তুত করেছিলেন। ২  শলোমন তার রাজত্বের চতুর্থ বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে গৃহ নির্মাণ করতে শুরু করলেন। ৩  তিনি সত্য ঈশ্বরের গৃহের জন্য যে-ভিত্তি স্থাপন করলেন, আগেকার দিনের পরিমাপ* অনুসারে সেটার দৈর্ঘ্য ৬০ হাত এবং প্রস্থ ২০ হাত ছিল। ৪  গৃহের সামনে যে-বারান্দা ছিল, সেটার দৈর্ঘ্য ২০ হাত অর্থাৎ গৃহের প্রস্থের সমান ছিল। সেটার উচ্চতা ছিল ১২০।* তিনি বারান্দার ভিতরের অংশটা খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন। ৫  তিনি গৃহের বড়ো ঘরে জুনিপার* কাঠের তক্তা লাগালেন আর সেটাকে উচ্চমানের সোনা দিয়ে মুড়ে দিলেন। তারপর, তিনি সেটা খেজুর গাছের নকশা ও শিকল দিয়ে সাজালেন। ৬  এ ছাড়া, তিনি গৃহটাকে সুন্দর সুন্দর মূল্যবান রত্ন দিয়ে সাজালেন। তিনি যে-সোনা ব্যবহার করলেন, সেটা পর্বয়িম থেকে আনা হয়েছিল। ৭  তিনি গৃহ এবং সেটার কড়িকাঠ, চৌকাঠ, দেওয়াল ও দরজাগুলো সোনা দিয়ে মুড়ে দিলেন আর দেওয়ালগুলোতে করূবদের নকশা খোদাই করলেন। ৮  এরপর, তিনি মহাপবিত্র স্থান* নির্মাণ করলেন। সেটার দৈর্ঘ্য গৃহের প্রস্থের সমান অর্থাৎ ২০ হাত ছিল। সেটার প্রস্থ ছিল ২০ হাত। তিনি মহাপবিত্র স্থানটা ৬০০ তালন্ত* উচ্চমানের সোনা দিয়ে মুড়ে দিলেন। ৯  পেরেকের জন্য ৫০ শেকল* সোনা ব্যবহার করা হল। আর তিনি ছাদের কামরাগুলো সোনা দিয়ে মুড়ে দিলেন। ১০  তারপর, তিনি মহাপবিত্র স্থানে* দুটো করূব বানালেন আর সেগুলোকে সোনা দিয়ে মুড়ে দিলেন। ১১  দুটো করূবের ডানার মোট দৈর্ঘ্য ছিল ২০ হাত। একটা করূবের একটা ডানার দৈর্ঘ্য ছিল পাঁচ হাত আর সেটা গৃহের দেওয়াল স্পর্শ করত। করূবের অন্য ডানার দৈর্ঘ্যও ছিল পাঁচ হাত আর ডানাটা অন্য করূবের একটা ডানা স্পর্শ করত। ১২  অন্য করূবেরও একটা ডানার দৈর্ঘ্য ছিল পাঁচ হাত আর সেটা গৃহের অন্য দেওয়ালটা স্পর্শ করত। করূবের অন্য ডানার দৈর্ঘ্য ছিল পাঁচ হাত আর ডানাটা প্রথম করূবের একটা ডানা স্পর্শ করত। ১৩  এই করূবদের ডানাগুলো মেলা ছিল আর সেগুলোর মোট দৈর্ঘ্য ছিল ২০ হাত। তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে ছিল আর ভিতরের দিকে মুখ করে ছিল।* ১৪  এ ছাড়া, তিনি নীল রঙের সুতো, বেগুনি রঙের উল, গাঢ় লাল রঙের সুতো এবং উচ্চমানের কাপড় দিয়ে পর্দা বানালেন আর সেগুলোর উপর করূবদের নকশা করলেন। ১৫  তারপর, তিনি গৃহের সামনে দুটো স্তম্ভ নির্মাণ করলেন, যেগুলোর দৈর্ঘ্য ছিল ৩৫ হাত। প্রতিটা স্তম্ভের উপর একটা করে চূড়া ছিল, যেটার উচ্চতা ছিল পাঁচ হাত। ১৬  তিনি হারের মতো শিকল বানালেন আর সেগুলোকে স্তম্ভের মাথায় লাগালেন। তিনি ১০০টা বেদানা বানিয়ে সেগুলো শিকলের উপর লাগালেন। ১৭  তিনি মন্দিরের সামনে এই স্তম্ভগুলো স্থাপন করলেন, একটা ডান* দিকে এবং আরেকটা বাঁ-দিকে।* তিনি ডান দিকের স্তম্ভের নাম রাখলেন যাখীন* আর বাঁ-দিকের স্তম্ভের নাম রাখলেন বোয়স।*

পাদটীকাগুলো

পরিমাপের মান অনুযায়ী এক হাত সমান ৪৪.৫ সেন্টিমিটার (১৭.৫ ইঞ্চি), কিন্তু কেউ কেউ মনে করে, “আগেকার দিনের পরিমাপ” কথাটা লম্বা হাতকে নির্দেশ করছে, যেটার মাপ ৫১.৮ সেন্টিমিটার (২০.৪ ইঞ্চি)। পরিশিষ্টের খ১৪ দেখুন।
এই মাপের বিষয়ে স্পষ্ট ধারণা নেই।
পাইন গাছের মতো এক ধরনের গাছ, যেটা থেকে কড়া সুগন্ধ বের হয় আর যেটার কাঠ খুবই টেকসই।
আক্ষ., “গৃহ।”
এক তালন্ত সমান ৩৪.২ কিলোগ্রাম। পরিশিষ্টের খ১৪ দেখুন।
এক শেকল সমান ১১.৪ গ্রাম। পরিশিষ্টের খ১৪ দেখুন।
আক্ষ., “গৃহে।”
অর্থাৎ পবিত্র স্থানের দিকে।
বা “দক্ষিণ।”
বা “উত্তর দিকে।”
অর্থ, “তিনি [অর্থাৎ যিহোবা] যেন দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন।”
সম্ভবত এর অর্থ, “শক্তির সঙ্গে।”