বংশাবলির দ্বিতীয় খণ্ড ১৯:১-১১
১৯ তারপর, যিহূদার রাজা যিহোশাফট নিরাপদে* জেরুসালেমে তার প্রাসাদে ফিরে এলেন।
২ তখন দর্শক হনানির ছেলে যেহূ রাজা যিহোশাফটের সঙ্গে দেখা করতে এলেন আর তাকে বললেন: “আপনার কি মন্দ লোকদের সাহায্য করা উচিত আর সেই লোকদের ভালোবাসা উচিত, যারা যিহোবাকে ঘৃণা করে? এইজন্য আপনার বিরুদ্ধে যিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠেছে।
৩ তারপরও, আপনার মধ্যে ভালো কিছু পাওয়া গিয়েছে কারণ আপনি দেশ থেকে উপাসনার খুঁটিগুলো* দূর করে দিয়েছেন আর সত্য ঈশ্বরের অনুসন্ধান করার জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করেছেন।”*
৪ যিহোশাফট জেরুসালেমেই থাকলেন আর তিনি আবারও বের্-শেবা থেকে শুরু করে ইফ্রয়িমের পার্বত্য এলাকায় বসবাসরত লোকদের কাছে গেলেন, যাতে তিনি তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার কাছে তাদের ফিরিয়ে আনতে পারেন।
৫ এ ছাড়া, যিহূদায় যত প্রাচীর দিয়ে ঘেরা নগর ছিল, তিনি সেইসমস্ত নগরে বিচারকদের নিযুক্ত করলেন।
৬ আর তিনি তাদের বললেন: “তোমরা যে-বিচার কর, সেটার প্রতি মনোযোগ দিয়ো কারণ তোমরা মানুষের হয়ে নয় বরং যিহোবার হয়ে বিচার কর আর তোমরা যখন রায় দাও, তখন তিনি তোমাদের সঙ্গে থাকেন।
৭ তোমাদের মধ্যে যেন যিহোবার ভয় থাকে। তোমরা সতর্কতার সঙ্গে নিজেদের কাজ কোরো কারণ আমাদের ঈশ্বর যিহোবা কখনো অবিচার করেন না, পক্ষপাতিত্ব করেন না কিংবা ঘুষ নেন না।”
৮ যিহোশাফট জেরুসালেমেও কয়েক জন লেবীয়, যাজক এবং ইজরায়েলের বাবার বংশের প্রধান ব্যক্তিকে যাজক হিসেবে নিযুক্ত করলেন, যাতে তারা যিহোবার হয়ে জেরুসালেমের লোকদের মামলার মীমাংসা করেন।
৯ তিনি তাদের আজ্ঞা দিলেন: “তোমরা যিহোবার প্রতি ভয় বজায় রেখে বিশ্বস্ততার সঙ্গে এবং সম্পূর্ণ* হৃদয় দিয়ে এই কাজ কোরো:
১০ যখনই অন্য নগরে বসবাসরত তোমাদের কোনো ভাই তোমাদের কাছে এমন কোনো মামলা নিয়ে আসে, যেটার সঙ্গে রক্তপাত কিংবা কোনো আইন, আজ্ঞা, নিয়ম বা বিচার সংক্রান্ত রায় সম্বন্ধে কোনো প্রশ্ন জড়িত থাকে, তখনই তোমরা তাদের সাবধান কোরো, যাতে তারা যিহোবার সামনে দোষী সাব্যস্ত না হয়। তোমরা যদি এমনটা না কর, তা হলে তোমাদের বিরুদ্ধে এবং তোমাদের ভাইদের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের আগুন জ্বলে উঠবে। তোমরা এমনটাই করবে, যাতে তোমরা দোষী হয়ে না পড়।
১১ দেখো, যিহোবার সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটা বিষয়ের দেখাশোনা করার জন্য তোমাদের উপরে প্রধান যাজক অমরিয়কে নিযুক্ত করা হয়েছে আর রাজার সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটা বিষয়ের দেখাশোনা করার জন্য সবদিয়কে নিযুক্ত করা হয়েছে, যিনি ইশ্মায়েলের ছেলে এবং যিহূদা বংশের নেতা। আর লেবীয়েরা তোমাদের জন্য আধিকারিক* হিসেবে সেবা করবে। তোমরা সাহসের সঙ্গে কাজ করো। যারা ভালো কাজ করে, যিহোবা যেন তাদের* সঙ্গে থাকেন।”
পাদটীকাগুলো
^ বা “শান্তিতে।”
^ শব্দকোষ দেখুন।
^ বা “হৃদয়ে সংকল্প নিয়েছেন।”
^ বা “একাগ্র।”
^ বা “কর্মকর্তা।”
^ বা “যা ভালো, যিহোবা যেন সেটার।”