বংশাবলির দ্বিতীয় খণ্ড ১৪:১-১৫
১৪ তারপর, অবিয় মারা গেলেন* আর তাকে দায়ূদ-নগরে কবর দেওয়া হল। তার জায়গায় তার ছেলে আসা রাজা হলেন। তার সময়ে দশ বছর ধরে দেশে শান্তি ছিল।
২ আসা তার ঈশ্বর যিহোবার দৃষ্টিতে যা সঠিক ও ভালো, তা-ই করলেন।
৩ তিনি অন্যান্য জাতির দেবতাদের বেদিগুলো এবং উঁচু জায়গাগুলো ধ্বংস করে দিলেন, উপাসনার স্তম্ভগুলো ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং উপাসনার খুঁটিগুলো* কেটে দিলেন।
৪ আর তিনি যিহূদার লোকদের বললেন, যেন তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার অনুসন্ধান করে এবং তাঁর ব্যবস্থা ও আজ্ঞাগুলো পালন করে।
৫ তিনি যিহূদার সমস্ত নগর থেকে উঁচু জায়গাগুলো এবং ধূপদানিগুলো সরিয়ে দিলেন আর তার রাজত্বের সময়ে যিহূদা দেশে শান্তি ছিল।
৬ তিনি যিহূদায় প্রাচীর দিয়ে ঘেরা নগরগুলো নির্মাণ করলেন কারণ এই বছরগুলোতে দেশে শান্তি ছিল এবং কেউ আসার বিরুদ্ধে যুদ্ধ করেনি। যিহোবা তাকে শান্তি দিয়েছিলেন।
৭ আসা যিহূদার লোকদের বললেন: “এসো, আমরা এই নগরগুলো নির্মাণ করি আর এগুলোর চারপাশে প্রাচীর, দুর্গ, দরজা* ও হুড়কো তৈরি করি। এই দেশটা এখনও আমাদের অধীনে রয়েছে কারণ আমরা আমাদের ঈশ্বর যিহোবার অনুসন্ধান করেছি। আমরা তাঁর অনুসন্ধান করেছি আর তিনি আমাদের চারিদিক থেকে শান্তি দিয়েছেন।” তাই, তারা নগর নির্মাণ করায় সফল হল।
৮ আসার সেনাবাহিনীতে যিহূদার ৩,০০,০০০ পুরুষ ছিল, যারা বড়ো ঢাল এবং বর্শা বহন করত আর বিন্যামীন বংশের ২,৮০,০০০ জন বীরযোদ্ধা ছিল, যারা ছোটো ঢাল* এবং তির-ধনুক বহন করত।
৯ পরে, ইথিওপিয়ার সেরহ ১০,০০,০০০ সৈন্য এবং ৩০০টা রথ নিয়ে তাদের উপর আক্রমণ করতে এলেন। তিনি যখন মারেশায় পৌঁছোলেন,
১০ তখন আসা তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। আসার সেনাবাহিনী মারেশার সফাথা উপত্যকায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়াল।
১১ তারপর, আসা এই বলে তার ঈশ্বর যিহোবাকে ডাকলেন: “হে যিহোবা, তুমি যাদের সাহায্য করতে চাও, তারা শক্তিশালী* কিংবা দুর্বল, যেমনই হোক না কেন, তুমি তাদের সাহায্য করতে পার। হে আমাদের ঈশ্বর যিহোবা, আমাদের সাহায্য করো কারণ আমরা তোমার উপর নির্ভর করেছি এবং তোমার নামে এই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। হে যিহোবা, তুমি আমাদের ঈশ্বর। মাটির মানুষকে তোমার উপর জয় লাভ করতে দিয়ো না।”
১২ তাই, যিহোবা আসা ও যিহূদার সামনে ইথিওপিয়ার লোকদের পরাজিত করলেন আর সেই লোকেরা পালিয়ে গেল।
১৩ আসা এবং তার লোকেরা দূরে অবস্থিত গরার পর্যন্ত ইথিওপিয়ার লোকদের পিছু ধাওয়া করলেন আর তারা তাদের ততক্ষণ পর্যন্ত মারতে থাকলেন, যতক্ষণ না তারা সবাই মারা গেল। যিহোবা এবং তাঁর সেনাবাহিনী ইথিওপিয়ার লোকদের পুরোপুরিভাবে পরাজিত করলেন। এরপর, যিহূদার লোকেরা লুট করা প্রচুর জিনিসপত্র নিয়ে চলে গেল।
১৪ তারা গরারের আশেপাশের সমস্ত নগরও বিনষ্ট করে দিল কারণ সেখানকার লোকদের মনে যিহোবার ভয় ঢুকে গিয়েছিল। যিহূদার লোকেরা সেইসমস্ত নগর লুট করে নিল কারণ সেখানে লুট করার মতো প্রচুর জিনিস ছিল।
১৫ এ ছাড়া, তারা পশুপালকদের তাঁবুর উপর আক্রমণ করল। তারা প্রচুর পরিমাণে মেষ, ছাগল ও উট নিয়ে নিল আর তারপর জেরুসালেমে ফিরে এল।
পাদটীকাগুলো
^ আক্ষ., “অবিয় তার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়লেন।”
^ শব্দকোষ দেখুন।
^ আক্ষ., “দুই পাল্লাওয়ালা দরজা।”
^ প্রায়ই তিরন্দাজেরা এই ঢাল বহন করত।
^ আক্ষ., “বহুসংখ্যক।”