থিষলনীকীয়দের প্রতি দ্বিতীয় চিঠি ৩:১-১৮

  • সবসময় প্রার্থনা করো (১-৫)

  • যারা বাধ্য হয় না, তাদের বিরুদ্ধে সাবধানবাণী (৬-১৫)

  • শেষে জানানো শুভেচ্ছা (১৬-১৮)

৩  অবশেষে, হে ভাইয়েরা, আমাদের জন্য সবসময় প্রার্থনা করো, যেন যিহোবার* বাক্য ক্রমাগত দ্রুত ছড়িয়ে পড়ে এবং তোমরা যেমন সম্মানের সঙ্গে এই বাক্য গ্রহণ করেছ, তেমনই অন্যেরাও গ্রহণ করে। ২  আর প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের মন্দ ও দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার করেন, কারণ সকলের বিশ্বাস নেই। ৩  কিন্তু, প্রভু বিশ্বস্ত আর তিনি তোমাদের শক্তিশালী করবেন এবং শয়তানের* হাত থেকে তোমাদের রক্ষা করবেন। ৪  আমরা যেহেতু প্রভুর অনুসারী, তাই তোমাদের বিষয়ে আমাদের এই আস্থা রয়েছে যে, আমরা তোমাদের যে-সমস্ত শিক্ষা দিয়েছি, তোমরা সেগুলো পালন করছ এবং করে চলবে। ৫  আর আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ভালোবাসার এবং খ্রিস্টের জন্য ধৈর্য ধরার ব্যাপারে প্রভু যেন সবসময় তোমাদের সাহায্য করেন। ৬  আর হে ভাইয়েরা, আমরা প্রভু যিশু খ্রিস্টের নামে তোমাদের আদেশ দিচ্ছি, এমন ভাইদের কাছ থেকে দূরে থাকো, যারা বাধ্য হয় না এবং আমাদের কাছ থেকে যে-সমস্ত শিক্ষা তোমরা লাভ করেছ,* সেই অনুযায়ী চলে না। ৭  কীভাবে আমাদের অনুকরণ করতে হবে, তা তোমরা নিজেরাই জান, কারণ আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমরা তাদের মতো অবাধ্য হইনি ৮  কিংবা বিনা মূল্যে কারো কাছ থেকে খাবার খাইনি। বরং, দিন-রাত শারীরিক কাজ এবং অক্লান্ত পরিশ্রম করেছি, যাতে তোমাদের কারো উপর ভারী বোঝা না হই। ৯  তোমাদের কাছ থেকে কিছু গ্রহণ করার অধিকার যে আমাদের নেই, তা নয়, কিন্তু আমরা তোমাদের জন্য এক উদাহরণ স্থাপন করতে চেয়েছিলাম, যাতে তোমরা আমাদের অনুকরণ কর। ১০  আসলে আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখন তোমাদের বার বার এই আদেশ দিয়েছি: “কেউ যদি কাজ করতে না চায়, তা হলে সে যেন খাবারও না খায়।” ১১  কারণ আমরা শুনতে পেয়েছি, তোমাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে চলে না, একেবারেই কাজ করে না, বরং অন্যদের ব্যাপারে নাক গলায়। ১২  এই ধরনের ব্যক্তিদের আমরা প্রভু যিশু খ্রিস্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি, যেন তারা শান্তভাবে কাজ করে এবং নিজেদের খাবার নিজেরা জোগাড় করে। ১৩  কিন্তু, হে ভাইয়েরা, তোমরা ভালো কাজ করার ব্যাপারে হাল ছেড়ে দিয়ো না। ১৪  এই চিঠির মাধ্যমে লেখা আমাদের বাক্য যদি কেউ না মানে, তা হলে সেই ব্যক্তিকে চিহ্নিত করে রাখো এবং তার সঙ্গে মেলামেশা করা বন্ধ করো, যাতে সে লজ্জা পায়। ১৫  তবে, তাকে শত্রু বলে গণ্য কোরো না, বরং তাকে একজন ভাই হিসেবে ক্রমাগত উপদেশ দাও। ১৬  আমরা প্রার্থনা করি যেন শান্তির প্রভু সমস্ত কিছুতে ক্রমাগত তোমাদের শান্তি দান করেন। প্রভু যেন তোমাদের সকলের সঙ্গে থাকেন। ১৭  আমি পৌল, নিজ হাতে লিখে আমার শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি। এটাই আমার প্রতিটা চিঠির চিহ্ন; আমি এভাবেই লিখে থাকি। ১৮  তোমাদের সকলের সঙ্গে আমাদের প্রভু যিশু খ্রিস্টের মহাদয়া থাকুক।

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
আক্ষ., “সেই দুষ্ট ব্যক্তির।”
বা সম্ভবত, “শিক্ষা তারা লাভ করেছে।”