শমূয়েলের প্রথম পুস্তক ১৫:১-৩৫

১৫  পরে, শমূয়েল শৌলকে বললেন: “যিহোবা আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন, যেন আমি তোমাকে তাঁর প্রজা ইজরায়েলের উপর রাজা হিসেবে অভিষেক করি। এখন শোনো, যিহোবার বার্তা কী। ২  স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন: ‘আমি অমালেকীয়দের কাছ থেকে তাদের কাজের নিকাশ নেব কারণ ইজরায়েলীয়েরা যখন মিশর থেকে বের হয়ে আসছিল, তখন পথে অমালেকীয়েরা তাদের বিরোধিতা করেছিল। ৩  তাই, এখন তুমি যাও আর অমালেকীয়দের মেরে ফেলো। তাদের ও সেইসঙ্গে তাদের যা-কিছু রয়েছে, সবই ধ্বংস করে দাও। তুমি তাদের কাউকেই জীবিত রাখবে না।* তুমি তাদের পুরুষ, মহিলা, সন্তান, শিশু, ষাঁড়, মেষ, উট ও গাধা, সব মেরে ফেলবে।’” ৪  শৌল তার লোকদের ডেকে পাঠালেন আর টলায়ীমে তাদের গণনা করলেন। সেখানে যিহূদা বংশের ১০,০০০ জন পুরুষ আর বাকি বংশগুলো থেকে ২,০০,০০০ পদাতিক সৈন্য উপস্থিত ছিল। ৫  শৌল তার সৈন্যদের নিয়ে এগিয়ে গিয়ে অমালেকীয়দের নগরে পৌঁছোলেন আর তিনি কয়েক জন সৈন্যকে উপত্যকার পাশে ওত পেতে বসিয়ে রাখলেন। ৬  এরপর, শৌল কেনীয়দের বললেন: “তোমরা অমালেকীয়দের এলাকা থেকে বেরিয়ে যাও, যাতে আমি তাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও বিনষ্ট করে না দিই। ইজরায়েলীয়েরা যখন মিশর থেকে বের হয়ে আসছিল, তখন তোমরা তাদের প্রতি অটল প্রেম দেখিয়েছিলে। এইজন্য আমি তোমাদের বিনষ্ট করব না।” তাই, কেনীয়েরা অমালেকীয়দের এলাকা ছেড়ে চলে গেল। ৭  এরপর, শৌল অমালেকীয়দের উপর আক্রমণ করলেন আর তিনি হবীলা থেকে শুরু করে মিশরের পাশে অবস্থিত শূর পর্যন্ত তাদের হত্যা করলেন। ৮  তিনি অমালেকীয়দের রাজা অগাগকে জীবিত অবস্থায় ধরে ফেললেন, কিন্তু বাকি সমস্ত লোককে তলোয়ার দিয়ে পুরোপুরিভাবে বিনষ্ট করে দিলেন। ৯  শৌল এবং তার লোকেরা অগাগকে জীবিত রাখলেন* ও সেইসঙ্গে অমালেকীয়দের সবচেয়ে ভালো ও মোটাসোটা মেষ, ছাগল, পুংমেষ, গরু ও ষাঁড়ও জীবিত রাখলেন। তারা ভালো ভালো জিনিসগুলো ধ্বংস করল না, তারা সেগুলো ধ্বংস করতে চাইল না। কিন্তু, তারা অমালেকীয়দের সমস্ত মূল্যহীন ও অপ্রয়োজনীয় জিনিস ধ্বংস করে দিল। ১০  তখন শমূয়েলের কাছে যিহোবার এই বার্তা এল: ১১  “আমার দুঃখ* হচ্ছে যে, আমি শৌলকে রাজা করেছি। শৌল আমাকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছে। আমি তাকে যেটা করতে বলেছিলাম, সে সেটা করেনি।” শমূয়েল খুবই দুঃখিত হয়ে পড়লেন এবং সারারাত ধরে যিহোবার কাছে কাঁদলেন। ১২  পরের দিন শমূয়েল শৌলের সঙ্গে দেখা করার জন্য সকাল সকাল উঠলেন। তখন শমূয়েলকে এই খবর দেওয়া হল: “শৌল কর্মিলে গিয়েছিলেন আর সেখানে তিনি নিজেকে সম্মানিত করার জন্য একটা স্তম্ভ নির্মাণ করিয়েছেন। তারপর, তিনি সেখান থেকে গিল্‌গলে গিয়েছেন।” ১৩  অবশেষে শমূয়েল যখন শৌলের কাছে এলেন, তখন শৌল তাকে বললেন: “যিহোবা আপনাকে আশীর্বাদ করুন। যিহোবা আমাকে যা করতে বলেছিলেন, আমি তা করেছি।” ১৪  কিন্তু, শমূয়েল তাকে বললেন: “তাই নাকি? তাহলে আমি মেষ, ছাগল, গরু ও ষাঁড়ের ডাক শুনতে পাচ্ছি কেন?” ১৫  শৌল বললেন: “ওই পশুগুলো অমালেকীয়দের কাছ থেকে আনা হয়েছে। লোকেরা যখন ভালো ভালো মেষ, ছাগল, গরু ও ষাঁড় দেখল, তখন তারা সেগুলোকে জীবিত রাখল,* যাতে তারা সেগুলোকে আপনার ঈশ্বর যিহোবার উদ্দেশে বলি হিসেবে উৎসর্গ করতে পারে। কিন্তু, বাকি সমস্ত কিছু আমরা ধ্বংস করে দিয়েছি।” ১৬  তখন শমূয়েল শৌলকে বললেন: “চুপ করো! আমি তোমাকে বলি, কাল রাতে যিহোবা আমাকে কী বলেছেন।” শৌল তাকে বললেন: “ঠিক আছে, বলুন!” ১৭  শমূয়েল বললেন: “তোমাকে যখন ইজরায়েলের বংশগুলোর উপর নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল আর যিহোবা যখন তোমাকে ইজরায়েলের উপর রাজা হিসেবে অভিষেক করেছিলেন, তখন তুমি নিজেকে কত নগণ্য বলে মনে করতে! ১৮  কিন্তু, এখন যিহোবা যখন তোমাকে এই কার্যভার দিয়ে পাঠালেন, ‘তুমি গিয়ে সেই পাপী অমালেকীয়দের বিনষ্ট করবে এবং ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবে, যতক্ষণ পর্যন্ত না তুমি তাদের পুরোপুরিভাবে বিনষ্ট করে দাও,’ ১৯  তখন তুমি কেন যিহোবার আজ্ঞা পালন করলে না? তুমি লোভে পড়ে লুট করা জিনিসের উপর ঝাঁপিয়ে পড়লে আর যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা-ই করলে।” ২০  তখন শৌল শমূয়েলকে বললেন: “কিন্তু, আমি তো যিহোবার আজ্ঞা পালন করেছি! যিহোবা আমাকে যে-কার্যভার দিয়েছিলেন, সেটা পালন করার জন্য আমি গিয়ে অমালেকীয়দের বিনষ্ট করেছি আর তাদের রাজা অগাগকে ধরে এনেছি। ২১  কিন্তু, যে-পশুগুলো ধ্বংস করার কথা ছিল, লোকেরা সেগুলোর মধ্য থেকে ভালো ভালো মেষ, গরু ও ষাঁড় নিয়ে এল, যাতে সেগুলোকে গিল্‌গলে আপনার ঈশ্বর যিহোবার উদ্দেশে উৎসর্গ করতে পারে।” ২২  তখন শমূয়েল বললেন: “যিহোবার কথার বাধ্য হলে তিনি যতটা আনন্দিত হন, হোমবলি এবং অন্যান্য বলি উৎসর্গ করলে তিনি কি ততটা আনন্দিত হন? দেখো! বলিদান উৎসর্গ করার চেয়ে যিহোবার আজ্ঞা পালন করা আরও ভালো আর পুংমেষের চর্বি উৎসর্গ করার চেয়ে তাঁর কথায় মনোযোগ দেওয়া আরও ভালো। ২৩  কারণ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা জ্যোতিষবিদ্যা চর্চা করার মতোই এক বড়ো পাপ আর নিজের সীমা ছাড়িয়ে দুঃসাহস দেখানো জাদুবিদ্যা চর্চা করা এবং প্রতিমাপূজা করার মতোই। যেহেতু তুমি যিহোবার আজ্ঞা পালন করাকে প্রত্যাখ্যান করেছ, তাই তিনিও তোমাকে রাজা হিসেবে প্রত্যাখ্যান করেছেন।” ২৪  তখন শৌল শমূয়েলকে বললেন: “আমি পাপ করেছি। আমি যিহোবার আদেশ লঙ্ঘন করেছি আর আপনার নির্দেশনা পালন করিনি কারণ আমি লোকদের ভয় পেয়ে গিয়েছিলাম আর তাদের কথামতো কাজ করেছিলাম। ২৫  এখন দয়া করে আমার পাপ ক্ষমা করে দিন আর আমার সঙ্গে চলুন, যাতে আমি যিহোবার সামনে মাথা নত করতে পারি।” ২৬  কিন্তু, শমূয়েল শৌলকে বললেন: “আমি তোমার সঙ্গে যাব না কারণ তুমি যিহোবার আজ্ঞা পালন করাকে প্রত্যাখ্যান করেছ আর যিহোবাও তোমাকে প্রত্যাখ্যান করেছেন। তুমি ইজরায়েলের উপর রাজা হিসেবে আর রাজত্ব করবে না।” ২৭  যেই-না শমূয়েল যাওয়ার জন্য ঘুরলেন, অমনি শৌল শমূয়েলের হাতকাটা জামার নীচের অংশটা ধরলেন আর জামাটা ছিঁড়ে গেল। ২৮  তখন শমূয়েল তাকে বললেন: “এভাবেই আজ যিহোবা তোমার কাছ থেকে ইজরায়েলের রাজ্য কেড়ে* নিয়েছেন। তিনি এই রাজ্য তোমার চেয়ে ভালো কাউকে দিয়ে দেবেন। ২৯  ইজরায়েলের মহামহিমান্বিত ঈশ্বর কখনো মিথ্যা কথা বলবেন না আর তিনি তাঁর মন পরিবর্তন* করবেন না। কারণ তিনি মানুষ নন যে, নিজের মন পরিবর্তন করবেন।”* ৩০  তখন শৌল বললেন: “আমি পাপ করেছি, কিন্তু দয়া করে আমার লোকদের প্রাচীনদের সামনে এবং ইজরায়েলের সামনে আমার সমাদর করুন। আমার সঙ্গে চলুন, যাতে আমি আপনার ঈশ্বর যিহোবার সামনে মাথা নত করতে পারি।” ৩১  তখন শমূয়েল শৌলের সঙ্গে গেলেন আর শৌল যিহোবার সামনে মাথা নত করলেন। ৩২  শমূয়েল বললেন: “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এসো।” তখন অগাগ ইতস্তত করে* শমূয়েলের কাছে গেলেন। তিনি ভাবলেন: ‘আমাকে নিশ্চয়ই আর হত্যা করা হবে না।’ ৩৩  কিন্তু, শমূয়েল তাকে বললেন: “ঠিক যেভাবে তুমি তোমার তলোয়ার দিয়ে সন্তানদের হত্যা করে তাদের মায়েদের নিঃসন্তান করেছ, সেভাবেই তোমাকেও হত্যা করে তোমার মাকে নিঃসন্তান করা হবে।” এই কথা বলার পর শমূয়েল গিল্‌গলে যিহোবার সামনে অগাগকে কেটে টুকরো টুকরো করে ফেললেন। ৩৪  পরে, শমূয়েল রামায় চলে গেলেন আর শৌল গিবিয়ায় নিজের বাড়িতে ফিরে গেলেন। ৩৫  এরপর, শমূয়েল যতদিন বেঁচে ছিলেন, ততদিন আর শৌলের মুখ দেখলেন না। তিনি শৌলের জন্য শোক করতে থাকলেন। আর যিহোবা শৌলকে ইজরায়েলের উপর রাজা করেছেন বলে দুঃখ* করলেন।

পাদটীকাগুলো

বা “তুমি তাদের কারো প্রতিই সমবেদনা দেখাবে না।”
বা “অগাগের প্রতি সমবেদনা দেখালেন।”
বা “অনুশোচনা।”
বা “সেগুলোর প্রতি সমবেদনা দেখাল।”
আক্ষ., “ছিঁড়ে।”
বা “তিনি অনুশোচনা।”
বা “যে, অনুশোচনা করবেন।”
বা সম্ভবত, “অগাগ নির্ভীকভাবে।”
বা “অনুশোচনা।”